দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৩ জুন ২০১৮ খৃস্টাব্দ, ২০ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৩৯ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় আকর্ষণ এই বালি দ্বীপ (Bali, Indonesia)। বালিকে ল্যান্ড অব গডস বলেও অভিহিত করা হয়ে থাকে।
বাতুর লেক এ বসে সূর্যাস্ত-সূর্যোদয় উপভোগ করা হতে শুরু করে কিন্তামানি দ্বীপের সক্রিয় আগ্নেয়গিরি, উলুওয়াতু মন্দির, ‘পুরা উলুন দানু ব্রাতান’ এর সৌন্দর্যও সকলকে আচ্ছন্ন করে রাখে এক অপূর্ব মাদকতায়। বালি ইন্দোনেশিয়ান দ্বীপমালার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পর্যটন আকর্ষণ। শত শত জুটি এই দ্বীপটির সৌন্দর্যের সাহচর্যে সময় কাটানোর উদ্দেশ্যে বালিকে তাদের মধুযামিনীর গন্তব্য হিসেবে বেছে নিয়ে থাকে!
ছবি ও তথ্য: http://newslinebd.com এর সৌজন্য।