দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (শনিবার) দেশব্যাপী পবিত্র ঈদ ফিতর পালিত হচ্ছে। মুসলমানদের সবচেয়ে বড় উৎসব হলো এইপবিত্র ঈদ উল ফিতর।
গতকাল বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ (শনিবার, ১৬ জুন) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে। ছোট-বড়, ধনি-গরিব সকলেই সকালে দুই রাকাত ঈদের নামাজ আদায় করেছেন। ঘরে ঘরে রান্না করা হয়েছে সেমাই পায়েস, কোরমা পোলাও। ছোট বড় সবাই নতুন জানা পরে বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনদের বাড়ি বাড়ি বেড়াবেন।
ঘরে ঘরে ঈদের আনন্দ আরও ছড়িয়ে পড়ুক সেই কামনা আমাদের সকলের। পবিত্র ঈদুল ফিতরে দি ঢাকা টাইমস্ এর পাঠক-পাঠিকা, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক অভিনন্দন- ঈদ মোবারক।