The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

বাংলাদেশসহ ভারত ও পাকিস্তানেও পালিত হচ্ছে ঈদ

বাংলাদেশে এবার ঈদ উদযাপন নিয়ে বেশ সংশয়ের সৃষ্টি হয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশসহ ভারত ও পাকিস্তানেও আজ (বুধবার) পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। গতকাল (মঙ্গলবার) সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের প্রায় দেশেই ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

বাংলাদেশসহ ভারত ও পাকিস্তানেও পালিত হচ্ছে ঈদ 1

বাংলাদেশে এবার ঈদ উদযাপন নিয়ে বেশ সংশয়ের সৃষ্টি হয়। কারণ ধর্ম মন্ত্রণালয় রাত ৯টায় ঘোষণা করেন দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। যে কারণে বৃহস্পতিবার ঈদুল ফিতর পালিত হবে। তবে এর দুই ঘণ্টা পর রাত ১১ টায় আবার ঘোষণা করা লালমনির হাটের পাটগ্রামে চাঁদ দেখা গেছে তাই আজ (বুধবার) পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। এই বিভ্রান্তির কারণে বাংলাদেশের সবাই তারাবির নামাজও পড়ে ফেলেছেন।

ভারত ও পাকিস্তানেও আজ (বুধবার) পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। গতকাল (মঙ্গলবার) সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের প্রায় দেশেই ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

ভারতে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ (বুধবার) দেশটিতে ঈদ উদযাপন করা হবে বলে ঘোষণা করা হয়। দেশটির ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার খবরে এমন তথ্য পাওয়া যায়।

পাকিস্তানে গতকাল (মঙ্গলবার) শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ (বুধবার) দেশটিতে ঈদ উদযাপিত হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...