The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

সাজ্জাদ-ফারিয়ার ঈদের নাটক ‘নিয়তি’

ক্লাব ইলেভেন-এর পক্ষ হতে ঈদে একটি ভিন্ন গল্পের নাটক দর্শকদের উপহার দিতে চলেছেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদ এলেই নানা নাটকের সমারোহ দেখা যায় টিভি চ্যানেলগুলোতে। এবারও ইউটিউব চ্যানেলও বেশ কিছু নাটক মুক্তি দিতে চলেছে। নানা নাটকের মধ্যে এবারের ঈদের অনুষ্ঠান সূচিতে রয়েছে সাজ্জাদ-ফারিয়ার ঈদের নাটক ‘নিয়তি’।

সাজ্জাদ-ফারিয়ার ঈদের নাটক ‘নিয়তি’ 1

‘নিয়তি’ নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। তিনি এবার ক্লাব ইলেভেন-এর পক্ষ হতে ঈদে একটি ভিন্ন গল্পের নাটক দর্শকদের উপহার দিতে চলেছেন।‘নিয়তি’ নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও শবনম ফারিয়া।

নাটকটি নিয়ে ইরফান সাজ্জাদ বলেছেন, নাটকটিতে কাজ করে ভালো লেগেছে। এই নাটকে সুন্দর একটি গানও থাকছে। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনাও করেছেন বান্নাহ ভাই নিজে। গল্পটা অনেক সুন্দর।
দর্শকরা ঈদে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে এই নাটকটি দেখতে পাবেন।

পেট্রম্যাক্স এলপিজি নিবেদিত এই নাটকে আরও অভিনয় করেছেন মুশফিক ফারহান ও সাগর হুদা। নাটকটি প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না। ‘নিয়তি’ নাটকটি নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করেছেন প্রযোজনা সংস্থাটিও।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...