The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

পবিত্র শবে বরাত পালিত

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে পবিত্র শবে বরাত পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সরকারি ছুটি।

doa

বিশ্বের অন্যান্য মুসলিম সমপ্রদায়ের সঙ্গে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও পালন করলো পবিত্র শবে বরাত। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় সারারাত ইবাদত বন্দেগির মাধ্যমে এই পবিত্র রজনি পার করেছে বাংলাদেশের মুসলমানরা।

মসজিদে মসজিদে চলেছে নফল নামাজ ও কোরআন তেলাওয়াতসহ জিকির আজগার। সারারাত দোয়া মাহফিল, নফল নামাজের পর ভোরে ফজরের নামাজের পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সকল মসজিদে এই বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দেশ-জাতি ও মানুষের কল্যাণ কামনা করে এই মোনাজাতে অংশ নেন লক্ষ কোটি মুসলমান।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...