দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সারা বিশ্বে দিনকে দিন ফিশিং আক্রমণের পরিমাণ বাড়ছে। গত এক বছরে এর পরিমাণ বেড়েছে প্রায় ৮৭ শতাংশ। এ সময় বিভিন্ন দেশের প্রায় তিন কোটি ৭৩ লাখ ইন্টারনেট ব্যবহারকারী এ হামলার শিকার হয়েছে।
অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ক্যাসপারস্কির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানটি জানায়, ভুয়া ই-মেইল বার্তার মাধ্যমে মিথ্যা প্রলোভনে ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে মেলওয়্যার পাঠানোকে ফিশিং আক্রমণ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এর মাধ্যমে হ্যাকাররা ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য চুরি করে।
ক্যাসপারস্কির তথ্য মতে, ফিশিং আক্রমণের প্রায় অর্ধেকই বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নকল করে চালানো হয়। এমনকি ইয়াহু, গুগল, ফেইসবুক ও অ্যামাজনের নামেও এসব আক্রমণ চালানো হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া ও ভারতের ইন্টারনেট ব্যবহারকারীদের লক্ষ্য করে সবচেয়ে বেশি এসব আক্রমণ চালানো হয় বলে জানানো হয়।
এসব ফিশিং আক্রমণের হাত থেকে রক্ষা পেতে এখনই সকলকে এগিয়ে আসতে হবে বলে ইন্টারনেট বিশেষজ্ঞরা মত দিয়েছেন। সূত্র : ইন্টারনেট