The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মুসলিম স্থাপত্য শিল্পের অন্যতম ইরানের ইস্পাহানের জামে মসজিদ

এই মসজিদটি পুণনির্মাণ করা হয় ১২শ’ শতাব্দীতে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮ খৃস্টাব্দ, ২৩ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ২৬ জিলহজ্ব ১৪৩৯ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

মুসলিম স্থাপত্য শিল্পের অন্যতম ইরানের ইস্পাহানের জামে মসজিদ 1

যে ছবিটি আপনারা দেখছেন সেটি মুসলিম স্থাপত্য শিল্পের অন্যতম ইরানের ইস্পাহানের জামে মসজিদ। এটি একটি ঐতিহাসিক মসজিদ। স্থাপত্য শিল্পের এক অনন্য দৃষষ্টান্ত বলা যায়।

ইরানের তৃতীয় বৃহত্তম শহর ইস্পাহানের এই কেন্দ্রীয় জামে মসজিদটি মুসলিম স্থাপত্য বিষয়ক গৌরবের অন্যতম। বর্তমানে মসজিদটির পুরোধা হলো- সেলজুক শাসনামলে তৈরি দুই গম্বুজ বিশিষ্ট স্থাপনা। এই মসজিদটি পুণনির্মাণ করা হয় ১২শ’ শতাব্দীতে।

আইওয়ান ধাঁচে নির্মিত এর গঠন প্রণালী হলো এমন- চারকোনা বিশিষ্ট একটা প্রাঙ্গণের প্রতি পার্শ্বেই একটি করে বড় খিলান করা দরজা যা বিপরীত পার্শ্বের দরজার দিকে সরাসরি মুখ করে রয়েছে। ইস্পাহানের জামে মসজিদের এই বৈশিষ্ট্যটিই পরবর্তীতে ইরানের অন্যান্য মসজিদেরও বৈশিষ্ট্য হয়ে ওঠে।

উল্লেখ্য, ইউনেস্কো ২০১২ সালে এই মসজিদটিকে বিশ্ব ঐতিহ্যের স্থাপনা হিসেবে ঘোষণা করেছে।

ছবি ও তথ্য: http://www.banglanews24.com এর সৌজন্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...