দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় তিন অভিনয় শিল্পী অপূর্ব, মেহজাবীন ও নিরব সংগীতশিল্পী মিনারের গানের ভিডিওতে দেখা গেলো। সিএমভি’র ইউটিউব চ্যানেল হতে গত শনিবার গানের ভিডিওটি প্রকাশ করা হয়।
জনপ্রিয় তিন অভিনয় শিল্পী হলেন অপূর্ব, মেহজাবীন ও নিরব। এবার তারা সংগীতশিল্পী মিনারের গানের ভিডিওতে মডেল হয়েছেন। ত্রিভুজ প্রেমের গল্পের এই ভিডিওতে যেখানে দেখা যাচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা হয় নিরব ও মেহজাবীনের। অপরদিকে এই বিয়ের আগুনে মনে মনে পুড়ে ছাই হয়ে যায় প্রেমিক অপূর্ব।
সিএমভি’র ইউটিউব চ্যানেল হতে গত শনিবার গানের ভিডিওটি প্রকাশের পর হতেই শ্রোতা-দর্শকদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানানো হয়েছে প্রযোজন প্রতিষ্ঠানের পক্ষ হতে।
গানটি লিখেছেন এ মিজান এবং সুর-সংগীত করেছেন আহম্মেদ হুমায়ূন। মিনারের এই গানটি ব্যবহার হয়েছে মূলত বাংলাভিশনের ‘যদি তুমি জানতে’ নামে ঈদের বিশেষ একটি টেলিফিল্মে। যার নির্মাতা ছিলেন জাকারিয়া সৌখিন।