দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ `মিস ওয়ার্ল্ড বাংলাদেশ` প্রতিযোগিতা নিয়ে প্রতিবছর নানা সমালোচনা শোনা যায়। তবে এখন পর্যন্ত এ বছর তেমন কোনো সমালোচনা হয়নি। ৩০ হাজার প্রতিযোগীকে টপকে বিজয়ীর মুকুট ছিনিয়ে নেন জান্নাতুল ফেরদৌস ঐশী। তিনি ‘বিশ্ব সুন্দরী’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
তেমন কোনো বিতর্কিত ঘটনা ছাড়াই এবার `মিস ওয়ার্ল্ড বাংলাদেশ` প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেলো। এবছরের আসরে প্রথম হয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। ৩০ হাজার প্রতিযোগীকে টপকে বিজয়ীর মুকুট ছিনিয়ে নিয়েছেন ঐশী। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে গত রবিবার রাতে বসে জমকালো এই প্রতিযোগিতার আয়োজন।
`মিস ওয়ার্ল্ড বাংলাদেশ` হওয়ার সুবাদে জান্নাতুল ফেরদৌস ঐশী ‘বিশ্ব সুন্দরী’ প্রতিযোগিতায় এবার বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন।
মুকুট জয়ের পর ঐশী সংবাদ মাধ্যমকে বলেন, আমার ভীষণ ভালো লাগছে, সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইলো। দেশের সংস্কৃতিকে আমি মনে ধারণ করি। দেশকে ভালোবাসি, দেশের সংস্কৃতিকেও ভালোবাসি। এতোদিন আমি নিজের হয়েই লড়ছিলাম। এখন দেশের জন্য লড়বো। আমার জন্য এটা অনেক বড় দায়িত্ব। তাই সবার কাছে দোয়া চাইছি।
`মিস ওয়ার্ল্ড বাংলাদেশ` হওয়ার সুবাদে আগামী ৮ ডিসেম্বরে চীনের ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার মূল আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জান্নাতুল ফেরদৌস ঐশী।