The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ইন্দোনেশিয়ার সমুদ্রে ভাসছে মরদেহ: ধ্বংসস্তূপের মধ্যে জীবনের আর্তনাদ

স্থানীয়রা বলেছেন, সাগরতীরে অনেক মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আবার সাগরপৃষ্ঠেও মৃতদেহ ভাসতে দেখা গেছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুক্রবার ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সেখানে আছড়ে পড়ে প্রলয়ঙ্করী সুনামির ঢেউ। সুউচ্চ ঢেউ লণ্ডভণ্ড করে দেয় উপকূলীয় এলাকা। সমুদ্রে ভাসছে মরদেহ। ধ্বংসস্তূপের মধ্যে ভেসে আসছে জীবনের আর্তনাদ।

ইন্দোনেশিয়ার সমুদ্রে ভাসছে মরদেহ: ধ্বংসস্তূপের মধ্যে জীবনের আর্তনাদ 1

এই ঘটনায় এ পর্যন্ত প্রায় ১ হাজার লোকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এখানেই শেষ নয়। এখনও সেখানে সমুদ্রে ভেসে উঠছে মানুষের লাশ, ধ্বংসস্তূপে পাওয়া যাচ্ছে মানুষের কান্নার আওয়াজ।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও অনেক মরদেহ উদ্ধার সম্ভব হয়নি। স্থানীয়রা বলেছেন, সাগরতীরে অনেক মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আবার সাগরপৃষ্ঠেও মৃতদেহ ভাসতে দেখা গেছে।

আন্তর্জাতিক সংগঠন রেডক্রস বলেছে, রাস্তার দুধারে ঢেকে রাখা হয়েছে সারি সারি মরদেহ। মরদেহের অদূরেই ধ্বংসস্তূপ হতে ভেসে আসছে মানুষের কান্নার আওয়াজ। জীবনের এই আর্তনাদে সাড়া দিতে এক কথায় বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। বিদ্যুতহীনতা ও রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ার পাশাপাশি রয়েছে ভারি যন্ত্রপাতিরও অভাব।

রেডক্রস জানায়, ক্ষয়ক্ষতির ব্যাপকতা সম্পর্কে এখন পর্যন্ত খুব সামান্যই জানা গেছে। এমনও দুর্গত অঞ্চল দেখা গেছে, যেখানে এখনও পৌঁছানো সম্ভব হয়নি। এভাবেই চলছে ইন্দোনেশিয়ায় সুনামির আঘাতে জর্জরিত মানুষের জীবন। যেনো এক মানব সভ্যতায় এক বাস্তব ধ্বংসলীলা।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...