দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সত্যিই এক অভিনব শিল্পকর্ম বটে! কারণ হলো বিষ্ঠা দিয়ে তৈরি করা হয়েছে এই শিল্পকর্ম! এমন কথা কখনও ভাবা যায়? এই অসাধ্য সাধন করেছেন মেরি উইঞ্চেনবাচ নামে এক শিল্পী।
শিল্প তো অনেক রকমই হতে পারে। আকাশ-পাতাল ভেবে অনেক নাম মনে এলেও কারও মনে এমন একটি জিনিসের নাম হয়তো মাথাতে আসবেই না যে বিষ্ঠা দিয়ে শিল্পকর্ম! ঠিক তাই এবার হরিণের বিষ্ঠা দিয়ে শিল্পকর্ম করার খবর নেট দুনিয়ায় বেশ হৈ চৈ পড়ে গেছে!
এনডিটিভি’র এক খবর বলা হয়, এই অসাধ্য শিল্পকর্মটি করেছেন মেরি উইঞ্চেনবাচ নামে একজন শিল্পী। তিনি হরিণের বিষ্ঠা দিয়ে তৈরি করেছেন অসাধারণ সব শিল্পকর্ম।
মেরি প্রথমে স্থানীয় একটি মেলাতে তার এই বিষ্ঠা শিল্প নিয়ে স্টল দেন। এর পরে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তার এই শিল্পকর্মটি। মুর্তি হতে শুরু করে ঘড়ি, কানের দুল, এমন অনেক কিছুই বানিয়েছেন হরিণের বিষ্ঠা দিয়ে!
মেরি উইঞ্চেনবাচ এর ফেসবুক পেজ, ‘Tirdy Works’ হাজার হাজার মানুষ `লাইক` দিয়েছেন। এই শিল্পকর্মটি অনেকেই পছন্দ করে এর ভূয়সী প্রশংসাও করেছেন।
মেরি উইঞ্চেনবাচ বলেন, সকলেই বাথরুমে যান, সুতরাং সকলেই বিষয়টি খুব সহজেই বুঝতে পারবেন। এই শিল্পকর্মটির আমি যা নাম দিয়েছি এই নামটা মানুষ প্রতিদিন বলেন কিংবা শোনেন। আমি এই দুই শব্দের মেলবন্ধন ঘটিয়ে এমন কিছুই বানাতে চেয়েছিলাম, যা মূলত অর্ধেক শালীন আবার অর্ধেক শুনে মজাও পাবেন সবাই।
This post was last modified on অক্টোবর ২, ২০১৮ 4:17 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…