দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নারীদের সৌন্দর্য্যের অন্যতম আভিজাত্যের প্রতীক হচ্ছে চুল। সকলেই চাই চুলের সৌন্দর্য্য ধরে রাখতে। কিন্তু চলে এসেছে শীতকাল। এখন আপনি যেমন তেমন ভাবে চুলের সৌন্দর্য্য ধরে রাখতে পারবেন না। কারণ শীতে শুষ্ক আবহাওয়ায় চুল তার আর্দ্রতা হারিয়ে ফেলে। ফলে চুলের স্বাভাবিক সৌন্দর্য্য নষ্ট হয়ে যায়।
এই শীত মৌসুমে বেশ কিছু পদ্ধতি অবলম্বনের মাধ্যমে চুলের এই সৌন্দর্য্য ধরে রাখা সম্ভব। আজ আমরা তেমনি কিছু শীতকালীন চুলের টিপস নিয়ে আলোচনা করব।
১। গ্লিসারিন শ্যাম্পু ব্যবহারঃ
শীতে চুলের আর্দ্রতা ধরে রাখতে প্রয়োজন গ্লিসারিন শ্যাম্পু। গ্লিসারিন চুলের আর্দ্রতা ধরে রাখে। এছাড়া ভেঙ্গে পরা এবং মসৃণ চুলে সজিবতা ফিরিয়ে আনতেও গ্লিসারিন শ্যাম্পু ভাল কাজ করে।
২। ভেজা চুলে ব্লো ড্রাই থেকে বিরত থাকুনঃ
ব্লো ড্রাই করা কখনই চুলের জন্য ভাল নয়। তবে শীতে এটি একেবারেই বাদ রাখা উচিৎ। কারণ শীতে এমনিতেই আবহাওয়া থাকে শুষ্ক, তার উপর আবার ব্লো ড্রাই করলে চুল স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্থ হয়। তবে বেশি দ্রুত চুল শুকানোর দরকার হলে ড্রায়ার ব্যবহার করতে পারেন।
৩। সিল্কের বালিসের কভার ব্যবহারঃ
এই শীতে চুলের সৌন্দর্য্য রক্ষা করতে আপনার ব্যবহার করা বালিশের কভারটি পরিবর্তন করে সিল্কের কভার ব্যবহার করুন। সিল্ক আপনার চুলের আর্দ্রতা নষ্ট করবে না।
৪। ব্যায়ামের পূর্বে লিভ ইন কন্ডিশনার ব্যবহারঃ
সাধারণত ব্যায়ামের সময় মাথা ঘেমে চুল ভিজে যায়। তবে এই ঘামে থাকে সোডিয়াম, যা চুলকে দ্রুত শুষ্ক করে ফেলে। চুলের আর্দ্রতা ধরে রাখতে ব্যায়ামের পূর্বে লিভ ইন কন্ডিশনার ব্যবহার করতে পারেন। এই কন্ডিশনার ধুয়ে ফেলতে হয় না। কিছুটা জেলের মত হওয়ায় যেকোন সময় চুলে লাগানো সহজ।
৫। ক্যাস্টর অয়েল এবং ভিটামিন-ই ক্যাপসুলের ব্যবহারঃ
শীতে অনেকেরই চুল পরা সমস্যা দেখা দেয়। তাই চুল পরা ঠেকাতে নারিকেল তেলের সাথে ক্যাস্টর অয়েল একসঙ্গে হালকা গরম করে নিন। ঠাণ্ডা হয়ে গেলে তাতে ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে চুলে ব্যবহার করুন।
৬। খুশকি মুক্ত করতেঃ
সাধারণত শীতে মাথায় বেশি খুশকি হয়। তাই মাথা খুশকি মুক্ত রাখতে এক মুঠো জবা পাতা আর সমপরিমাণ মেহেদি পাতা পেস্ট করে নিন। তাতে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে চুলে ভাল করে মেখে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
৭। সূর্যের আলো লাগতে দিনঃ
শীতের সকালে সাধারণত বেলা ১১ টার আগ পর্যন্ত সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে। তাই এই সময়ের মধ্যে চুলে সূর্যের আলো লাগতে দিন। এতে চুল ঝরা বন্ধ হবে এবং চুলের লাবণ্যতা বজায় থাকবে।