দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একজন মানুষ যিনি আন্তর্জাতিকভাবে হিরো ছিলেন সেই ব্যক্তি হিরো থেকে কিভাবে জিরো হয় তা দেখতে সত্যিই বিস্ময়কর মনে হয়। সারাবিশ্বের বিভিন্ন সম্মাননা কেড়ে নেওয়ার পর এবার সুচি’র সম্মানসূচক পদক কেড়ে নিচ্ছে ফ্রান্স!
গত বছর মিয়ানমারের আরাকান রাজ্যে নিরীহ রোহিঙ্গা মুসলিমদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালায় দেশটির সেনাবাহিনী। অন্যদিকে দেশটির ক্ষমতার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন শান্তিতে নোবেল জয়ী ‘গণতন্ত্রপন্থী’ নেত্রী হিসেবে খ্যাত থাকা অং সান সুচি। তবে তিনি বার বার সেনাবাহিনীর অভিযানের পক্ষেই সাফাই গেয়েছেন।
এমন এক পরিস্থিতিতে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চিকে দেওয়া সম্মানসূচক প্যারিস শহরের স্বাধীনতা পদক প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ফ্রান্স। ওই সম্মাননা বাতিল করার সিদ্ধান্ত জানিয়েছেন পারিসের মেয়র অ্যান হিদালগো। মেয়র’র মুখপাত্র এই বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। মধ্য ডিসেম্বরে সিটি কাউন্সিলে এই বিষয়টি চূড়ান্ত করবে বলে জানানো হয়েছে।
ইতিপূর্বে অং সান সু চিকে দেওয়া সম্মাননা স্থগিত করে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম ট্রেড ইউনিয়ন ইউনিসনসহ বিশ্বের বিভিন্ন সংগঠন। সেইসঙ্গে বেশ কয়েকটি সংস্থাও সুচি’র সম্মানসূচক ডিগ্রি ও পদ ফিরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়ে আসছে।