দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার মিয়ানমারে সামরিক জান্তা দেশটির নোবেলজয়ী নেত্রী অং সান সু চি’র দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি পার্টি (এনএলডি) কে বিলুপ্ত ঘোষণা করেছে। খবর আল-জাজিরার।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে জানা যায়, মিয়ানমার সামরিক-নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন ঘোষণা করেছে, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টি (এনএলডি) একটি নতুন নির্বাচনী আইনের অধীনে পুনরায় নিবন্ধন করতে ব্যর্থ হয়। যে কারণে দলটিকে বিলুপ্ত করা হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, মঙ্গলবার যেই ৪০টি রাজনৈতিক দল বিলুপ্ত করা হয় যারমধ্যে নোবেল বিজয়ী অং সান সুচির নেতৃত্বাধীন এনএলডি একটি।
অপরদিকে এনএলডি বলেছে যে, তারা এই অবৈধ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না।
২০২০ সালের নভেম্বরের সংসদীয় নির্বাচনে এনএলডি জয়লাভ করেছিলো। পরবর্তীতে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক বাহিনীর অভ্যুত্থান করে ক্ষমতা দখল করে ও দলটির প্রধান সু চিকে কারাগারে পাঠায়।
৭৭ বছর বয়সী সু চি সামরিক বাহিনী দ্বারা করা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর মোট ৩৩ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তার সমর্থকরা বলছেন যে, তাকে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নেওয়া থেকে বিরত রাখার জন্যই তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।