দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফেসবুক নিয়ে বর্তমান সময় আমরা মেতে আছি। তবে এটি যে শুধুই নিজের ব্যক্তিগত তথ্য আদান-প্রদান তা নয়। এটির একটি বাণিজ্যিক মূল্যও রয়েছে। অনেক বাণিজ্যিক কাজেও এটি ব্যবহার হয়। তাই আপনার ফেসবুক একাউন্টের মূল্য রয়েছে।
ফেসবুক নিয়ে বর্তমান সময় আমরা মেতে আছি। তবে এটি যে শুধুই নিজের ব্যক্তিগত তথ্য আদান-প্রদান তা নয়। এটির একটি বাণিজ্যিক মূল্যও রয়েছে। অনেক বাণিজ্যিক কাজেও এটি ব্যবহার হয়। তাই আপনার ফেসবুক একাউন্টের মূল্য রয়েছে।
বর্তমান সময়ে ফেসবুক ছাড়া যেনো চলেই না। যেমন ভাত না খেলে হয় না, ঠিক তেমনি ফেসবুক ব্যবহার না করলেও কারও চলে না। ব্যক্তিগত বা পারিবারিক নানা তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে ফেসবুকের জুড়ি নেই। তাই এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তবে আমাদের ধারণা বিশ্বের অন্যান্য দেশের থেকে মনে হয় ফেসবুক বাংলাদেশের জনগণই বেশি ব্যবহার করছে। এই পরিস্থিতি শুধু ব্যক্তিগত পর্যায়ে রয়েছে তা নয়। এটি এখন অফিসিয়াল কাজেও ব্যবহার হয়ে থাকে। যেমন বর্তমানে নির্বাচনের প্রচারে ফেসবুক ব্যবহার করা হচ্ছে। সব মিলিয়ে বলা যায় ফেসবুকের গুরুত্ব অপরিসীম। তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মূল্য কতো তা কী আপনি জানেন?
ধরুন এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপনার একটি অ্যাকাউন্ট রয়েছে। আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে, ডিএ্যাকটিভ কিংবা এটি সচল রাখতে হবে। বিনিময়ে আপনাকে কিছু অর্থ দেওয়া হবে। এজন্য কতো টাকা আপনি আসা করেন?
এক গবেষণা বলছে, কম-বেশি আপনি যাই দাবি করুন না কেনো, একটি অ্যাকাউন্টের মূল্য গড় প্রায় ৭০ হাজার টাকা! অর্থাৎ একজন ব্যবহারকারীকে ৭০ হাজার টাকা দিলে তিনি তার অ্যাকাউন্টটি বন্ধ, হস্তান্তর অথবা ডিঅ্যাকটিভ করতে রাজি হন।
ব্যবহারকারীদের কাছে এই সামাজিক মাধ্যমটি কতোটা মূল্যবান তা নিয়ে একটি জরিপ পরিচালনা করা হয়। ‘প্লাস ওয়ান’ নামে একটি জার্নালে ওই জরিপের ফলাফল সম্প্রতি প্রকাশ করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের টাফ্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক জরিপের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা বলেছে, ফেসবুক অ্যাকাউন্ট নিলামের ব্যবস্থা করে। সেজন্য অ্যাকাউন্টধারীরা কতো টাকা প্রত্যাশা করেন তা জানতে চাওয়া হয়। এর উত্তরে বেরিয়ে আসে গড়ে ৭০ হাজার টাকা প্রত্যাশা করে ফেসবুক ব্যবহারকারীরা।