The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ঢাকায় মুক্তি পেলো ‘অ্যানিমেটেড স্পাইডারম্যান’

ব্রায়ান মাইকেল বেন্ডিস ও সারা পিচেলির গল্প ‘মাইলস মোরালেস’ অবলম্বনে নির্মিত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৪ ডিসেম্বর মুক্তি পাওয়া ৯০ মিলিয়ন ডলার বাজেটের হলিউড চলচ্চিত্র ‘অ্যানিমেটেড স্পাইডারম্যান’ আজ (শুক্রবার) ঢাকায় মুক্তি পেয়েছে।

ঢাকায় মুক্তি পেলো ‘অ্যানিমেটেড স্পাইডারম্যান’ 1

১৪ ডিসেম্বর মুক্তি পাওয়া ৯০ মিলিয়ন ডলার বাজেটের হলিউড চলচ্চিত্র ‘অ্যানিমেটেড স্পাইডারম্যান’ আজ (শুক্রবার) ঢাকায় মুক্তি পেয়েছে।

রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে অ্যানিমেটেড সিনেমা ‘স্পাইডারম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স’। ব্রায়ান মাইকেল বেন্ডিস ও সারা পিচেলির গল্প ‘মাইলস মোরালেস’ অবলম্বনে নির্মিত এই সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন ফিল লর্ড এবং রডনি রথম্যান।

‘অ্যানিমেটেড স্পাইডারম্যান’ যৌথভাবে পরিচালনা করেছেন বব পার্সিচেটি, পিটার রামসে ও রডনি রথম্যান। ১৪ ডিসেম্বর মুক্তি পাওয়া ৯০ মিলিয়ন ডলার বাজেটের ‘অ্যানিমেটেড স্পাইডারম্যান’ সিনেমাটি ইতিমধ্যেই বক্স অফিসে আয় করেছে প্রায় ১৩০ মিলিয়ন মার্কিন ডলার।

আজ (শুক্রবার) ‘অ্যানিমেটেড স্পাইডারম্যান’ বাংলাদেশে মুক্তি পেলো।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...