উইম্ববলডন থেকে সেরেনা’র বিদায়

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সাড়ে চার মাসে ৩৪টি ম্যাচে টানা অপরাজিত থাকার পরে শক্ত ঘাসের কোর্টে সেরেনা উইলিয়ামসের পরাজয় ঘটলো। ২০০০ সালের পর আন্তর্জাতিক টেনিসে সবচেয়ে লম্বা সময় ধরে অপরাজিত থাকার রেকর্ড সেরেনা উইলিয়ামসের। পাঁচবারের উইম্বল্ডন চ্যাম্পিয়ন সেরেনা এবার শিরোপা পুনরুদ্ধার করতে নেমেছিলেন, যেভাবে খেলছিলেন মনে হচ্ছিলো ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হতে যাচ্ছেন সেরেনা। তবে চতুর্থ রাউণ্ডে সাবিনা লিসিকির’র কাছে হেরে এবার বিদায় নিতে হল তাকে।


এবারের উইম্বলডন যেনো অঘটনের পসরা সাজিয়ে বসেছে। শারাপোভা, আজারেঙ্কা, ফেদেরার, নাদাল বিদায় নিয়েছেন আগেই। মেয়েদের টেনিস র‍্যাংকিংয়ে এক নাম্বারে থাকা সেরেনা ৬-২, ১-৬, ৬-৪ ব্যবধানে হেরে গেছেন ২৩ বছর বয়স্ক জার্মানির সাবিনা লিসিকির কাছে। হারের কারণ হিসেবে অবশ্য সেরেনা বলেছেন, “আমি ভালো খেলিনি, সর্বোচ্চটাও দেইনি।” লিসিকি সর্বশেষ উইম্বলডনে পাঁচবার খেলে চারবারই কোয়ার্টার ফাইনালে উঠলেন। এদিকে সেরেনা গত বছর জিতেছিলেন উইম্বলডন, ইউএস ওপেন এবং সম্প্রতি জিতেছেন ফ্রেঞ্চ ওপেন, তাই বলা যায় তাকে নিয়ে প্রত্যাশা’র পারদ অনেক উঁচুই ছিলো।

প্রতিপক্ষের প্রশংসা করে সেরেনা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন, “সে দূর্দান্ত খেলেছে, ব্যাপারটা মোটেও অঘটন নয়, নিজের যোগ্যতার প্রমাণ দিয়েই সে হারিয়েছে আমাকে। তার জন্য শুভকামনা।”

সেরেনা’র কোচ প্যাট্রিক বলেছেন, “আপনি সবসময় একই ফলাফল আশা করতে পারেন না। প্রত্যেকটা ম্যাচ কিংবা প্রত্যেকটা বছর একই ফলাফল আসে না। সেরেনা ৩৪ ম্যাচে অপরাজিত ছিলো, তার মানে সে যেকোনো সময় হেরে যেতো। আর সেটা আজকেই হয়েছে!”

এদিকে সেরেনাকে পরাজিত করে কিছুটা হকচকিতই হয়ে গেছেন লিসিকি। তাঁর কথাতেও ধরা পড়লো সে উত্তেজনা, “সেরেনা কঠিন প্রতিপক্ষ ছিলো। আমি ভাবিইনি জয়টা পেয়ে যাবো। এখনও আমার শরীর কাঁপছে, জয়টা সবটুকু দিয়ে অনুভব করতে পারছি। এবার আমার লক্ষ্য ফাইনাল ম্যাচ!”

Related Post

তথ্যসূত্রঃ abcnews

This post was last modified on জুলাই ১৪, ২০১৩ 9:36 পূর্বাহ্ন

রাজিউর রহমান

Recent Posts

শীত ও গ্রাম-শহরের পিঠা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৫ পৌষ ১৪৩১…

% দিন আগে

যে ফলে কামড় দিলেই খিলখিলিয়ে হেসে উঠবে ত্বক!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি মোটামুটি সব ধরনের মৌসুমি ফল এবং সবজিই স্বাস্থ্য…

% দিন আগে

অনার বাংলাদেশ নিয়ে আসছে ‘এক্সাইটিং’ ডিভাইস!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল হ্যান্ডসেটের এন্ট্রি-লেভেল ক্যাটাগরিতেও ব্যবহারকারীদের চমকে দিতে প্রস্তুত অনার বাংলাদেশ।…

% দিন আগে

মৌরি প্রদাহ কমায়: তবে খাওয়ার নিয়ম মানতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৌরির গুণের কথা বলে শেষ করা যাবে না। চিকিৎসকরা জানিয়েছেন,…

% দিন আগে

ভাইরাল হলো প্রিয়াঙ্কার ভিডিও

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্যস্ত সময় পার করে বছরশেষে একটু বেড়াতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী…

% দিন আগে

ভয়াবহ দাবানলের কবলে লস অ্যাঞ্জেলেস: পুড়ে ছাই বহু বাড়িঘর

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ এক দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলে…

% দিন আগে