দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যমের খবর ছিলো সালমা বিয়ে করছেন। কিন্তু হঠাৎ করেই প্রকাশ পেলো সালমা বিয়ে করেছেন।
অল্প কিছুদিন পূর্বেই ছিল কণ্ঠ শিল্পী সালমার জন্মদিন। তখন তিনি ভক্তদের উদ্দেশ্যে একটি নতুন সংবাদ দিয়েছিলেন। ‘বিয়ে করতে চলেছেন’ এই লালনকন্যা’খ্যাত গায়িকা সালমা। এখন বোঝা যাচ্ছে তার আগেই তিনি বিয়ে করে ফেলেছেন। ২০১৮ সালের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর পারিবারিকভাবেই বিয়ে হয়েছে সালমার। রাজধানীর এক রেস্তোরাঁয় গণমাধ্যমকর্মীদের হাসিমুখে এই খবর জানিয়েছেন সালমা নিজেই। সেইসঙ্গে নতুন জীবনের জন্য দোয়াও চেয়েছেন সালমা।
ভক্তদের অভিযোগ হলো বিয়ে যদি করেই ফেলবেন তবে এতোদিন গোপন রাখলেন কী কারণে? তবেপ্রশ্ন যায়ই থাক না কেনো এই তারকা তার দ্বিতীয় সংসারে সুখি হবেন এই প্রত্যাশা আমাদের সকলের।
সালমা জানান, তার বরের নাম সানাউল্লাহ নূরে সাগর। ময়মনসিংহ হালুয়াঘাটের ছেলে তিনি। পেশায় ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট তিনি। কিন্তু বর্তমানে বার অ্যাট ল’ সম্পন্ন করতে অবস্থান করছেন যুক্তরাজ্যে। তিনি চার মাসের মধ্যে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। আর তখনই হবে বিবাহোত্তর আনুষ্ঠানিকতা।
সাগরের সঙ্গে সম্পর্কের শুরুটা কীভাবে হয়েছিলো সে বিষয়ে জানতে চাইলে সালমা বলেন, ‘সম্পর্ক তৈরির কোনো সুযোগই ছিল না। দুই পরিবারের দেখাদেখির ভিত্তিতেই বিয়ে করেছি আমরা। তবে বিয়ের আগেই আমি স্বামীর সঙ্গে কথা বলেছি। শুনেছি আমার গান করাটা তার পছন্দ কি না। সে জানিয়েছে, এতে তার কোনো রকম আপত্তি নেই। তার পরিবারের সঙ্গেও আলাপ করেছি। তাদের মধ্যেও আমার গান নিয়ে আগ্রহ রয়েছে। সব মিলিয়ে আমরা নতুন জীবনের সিদ্ধান্ত নিয়েছি। সবার দোয়া চাই যেনো আমরা সুখী হই।’
আইন বিষয়ে পড়তে সালমাও এ বছরেই যুক্তরাজ্যে যাবেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। বর্তমানে তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আইন বিষয় নিয়ে অনার্স করছেন। আইন পড়াশোনা, নতুন সংসার এবং মেয়ে, সব গুছিয়েও গানকে সঙ্গী করেই পথ চলার প্রত্যয় ব্যক্ত করেছেন বর্তমান প্রজন্মের কণ্ঠশিল্পী সালমা।
উল্লেখ্য, ইতিপূর্বে ২০১১ সালে দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিকের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন সালমা। বনিবনা না হওয়া ২০১৬ সালে সেই সংসারের বিচ্ছেদ ঘটে। তাদের সংসারে স্নেহা নামে এক কন্যা সন্তান রয়েছে। স্নেহা বর্তমানে সালমার কাছেই থাকে।