দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। যদিও গানে এখন তাকে নিয়মিত দেখা যায় না। তবে সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিলেন এই গায়িকা। নতুন এই গানের শিরোনাম ‘কখন কে কার হবে’।
জানা গেছে, ন্যান্সির নতুন এই গানটি লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সঙ্গীতায়োজন করেছেন কোলকাতার অমিত চ্যাটার্জি। ইতিমধ্যে গানটির রেকর্ডিংও সম্পন্ন হয়েছে।
নতুন গান সম্পর্কে ন্যান্সি বলেছেন, ‘গানটির কথা খুব চমৎকর। সুর ও সঙ্গীতও ভালো লাগার মতো। রেকর্ডিংয়ের সময় খুব উপভোগ করেই গেয়েছি। আমার বিশ্বাস এই গানটি শ্রোতা-দর্শকদের খুব ভালো লাগবে।’
জানা গেছে, খুব শীঘ্রই গানটির মিউজিক ভিডিও একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। সেইসঙ্গে কোলকাতার একটি নাটকেও এই গানটি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ন্যান্সি।
এদিকে কোলকাতায় আরও কয়েকটি গান করতে যাচ্ছেন বলে জানিয়েছেন গায়িকা ন্যান্সি। সাম্প্রতিক সময় গানে নিয়মিতভাবে তাকে না দেখা গেলেও, স্টেজ শো নিয়েই ব্যস্ততা সময় পার করছেন ন্যান্সি।