The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

কাতারে মরুভূমিতে ৪৩ কোটি ডলারের গোলাপ জাদুঘর!

প্রায় ১০ বছর সময় নিয়ে নির্মিত এই জাদুঘর গত বৃহস্পতিবার থেকে দেশের জাতীয় জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মরুভূতিমে গাছা-গাছালি জন্মাতে পারে না সেটি আমাদের জানা। একমাত্র খেজুরের গাছ দেখা যায় মরুভূমিতে। তবে এবার কাতারে মরুভূমিতে ৪৩ কোটি ডলারের গোলাপ জাদুঘর নির্মাণ করা হয়েছে!

কাতারে মরুভূমিতে ৪৩ কোটি ডলারের গোলাপ জাদুঘর! 1

মরুভূতিমে গাছা-গাছালি জন্মাতে পারে না সেটি আমাদের জানা। একমাত্র খেজুরের গাছ দেখা যায় মরুভূমিতে। তবে এবার কাতারে মরুভূমিতে ৪৩ কোটি ডলারের গোলাপ জাদুঘর নির্মাণ করা হয়েছে!

৪৩ কোটি ৪০ লাখ ডলার ব্যয় করে গোলাপের আদলে এই জাদুঘরটি বানানো হয়েছে কাতারে। প্রায় ১০ বছর সময় নিয়ে নির্মিত এই জাদুঘর গত বৃহস্পতিবার থেকে দেশের জাতীয় জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ২৭ মার্চ জাদুঘরটির উদ্বোধন করে দোহা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের শাসক শেখ তামিম বিন হামাদ আল-থানি, কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ এবং ফ্রান্সের প্রধানমন্ত্রী অ্যাডওয়ার্ড ফিলিপ। তারপর ২৮ মার্চ, বৃহস্পতিবার হতে জনসাধারণের জন্য জাদুঘরটির দরজা খুলে দেওয়া হয় বলে জানিয়েছে বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যম।

Loading...