দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জি বাংলার সারেগামাপা’র জনপ্রিয় প্রতিযোগী হিসেবে ইতিমধ্যেই দুই বাংলাতেই জনগণের মন জয় করেছেন বাংলাদেশের মাইনুল আহসান নোবেল। এবার তার প্রথম গান মুক্তি পেলো কোলকাতার সিনেমায়!
জি বাংলার সারেগামাপা’র জনপ্রিয় প্রতিযোগী হিসেবে ইতিমধ্যেই দুই বাংলাতেই জনগণের মন জয় করেছেন বাংলাদেশের মাইনুল আহসান নোবেল। এবার তার প্রথম গান মুক্তি পেলো কোলকাতার সিনেমায়!
কোলকাতার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’র শক্তিশালী অন্যান্য প্রতিযোগীদের টেক্কা দিচ্ছেন বাংলাদেশের মাইনুল আহসান নোবেল। এই রিয়ালিটি শো তে অংশ নিয়ে ভারত-বাংলাদেশে বর্তমানে সমান জনপ্রিয় নোবেল। তার গানের প্রশংসা করছেন কোলকাতার জনপ্রিয় সব সুরকার, গীতিকার এবং কণ্ঠশিল্পীরা।
এই প্রশংসার রেশ কাটতে না কাটতেই গতকাল (৩১ মার্চ) মুক্তি পেলো চলচিত্রে করা নোবেলের প্রথম মৌলিক প্লেব্যাক। প্রখ্যাত পরিচালক সৃজিত মুখার্জি পরিচালিত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ভিঞ্চি দা’ সিনেমার জন্য কণ্ঠ দিলেন মাইনুল আহসান নোবেল।
‘তোমার মনের ভেতর’ শিরোনামে গানটির কথা লিখেছেন ও সুর করেছেন কোলকাতার অনুপম রায়। গানটিতে কণ্ঠ দেওয়া শেষ করে নোবেল বলেছিলেন, ‘অত:পর শেষ হয়েছে গানটির রেকর্ডিং হলো! তিনি তখন বলেছিলেন আগামী ৩১ মার্চ রিলিজ হচ্ছে গানটি। আমার জীবনের প্রথম প্লেব্যাক।’
কোলকাতার বিল বোর্ডেও নোবেল
মাইনুল আহসান নোবেল আরও জানান, টলিউডের সবচেয়ে বড় প্রোডাকশন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস- এর ব্যানারে, এই বছরের সবচেয়ে থ্রিলিং ‘ভিঞ্চি দা’ সিনেমার একটি অন্যতম গান হতে চলেছে এটি। ইতিমধ্যে ছবিটির ট্রেলর প্রকাশ পেয়েছে অনলাইনে।