দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সুন্দরী কানাডিয়ান পপ তারকা এভ্রিল ল্যাভিন বিশ্বের কোটি কোটি ভক্ত তরুণের হৃদয় ভেঙ্গে দিয়ে বিয়ে করলেন নিকেলব্ল্যাক ব্যান্ডের ৩৮ বছর বয়সী গিটারিস্ট তার দীর্ঘদিনের প্রেমিক চ্যাড ক্রোয়েগারকে। ফ্রান্সের দক্ষিণে অনুষ্ঠিত এই সংগীতজুটির বহুল প্রত্যাশিত বিয়ের অনুষ্ঠানটি ছিল অত্যন্ত রঙ্গিন এবং ব্যয়বহুল।
গত ২৯ জুন ফ্রান্সের কানে আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্দবদের উপস্থিতিতে আংটি বদল করে বিয়ে করেন এভ্রিল এবং গত ১ জুলাই তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ল্যাভিনের ট্যালেন্ট রিসোর্স কোম্পানির সিইও মাইক হেলার শনিবারে টুইটারে জানান, তার লিটল স্টার এভ্রিন বিয়ে করেছেন এবং বিয়েতে উপস্থিত হতে পেরে সে আনন্দিত। এভ্রিল ল্যাভিন বিয়েতে কালো রঙ এর Monique Lhuillier নামক পোষাক পড়েন।
বিয়ে প্রসঙ্গে চ্যাড ক্রোয়েগারের বক্তব্য থেকে জানা যায়, ‘ সে কখনও ভাবেনি যে বিয়ে করবে কিন্তু এভ্রিলের সাথে দেখা হওয়ার পর সেই ভাবনা থেকে সরে আসেন তিনি। এভ্রিল বিয়েতে রাজি হওয়ায় নিজেকে ভাগ্যবান বলেও দাবি করেন তিনি।
ল্যাভিনের বান্ধবী মিন্দে ওইসও তার অনুভুতি জানিয়েছেন। তিনি জানান, ল্যাভিন ও চ্যাডের বিয়েতে দুই পরিবারের আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন। তাদের দাম্পত্য জীবনের সমৃদ্ধি কামনা করে শুভকামনা জানান তিনি।
প্রসঙ্গত, ২০১২ সালে ল্যাভিনের পঞ্চম অ্যালবামের কাজ করার সময় এই জুটির এক অপরের সাথে দেখা হয় এবং পরবর্তীতে তারা প্রেম এবং ডেটিং করেন। এরপর সেই বছরের আগস্ট মাসে বাগদান হয় এই সংগীত জুটির, বাগদান অনুষ্ঠানে ১৪ ক্যারেটের একটি ডায়মন্ড রিং উপহার দিয়েছিলেন চ্যাড ক্রোয়েগার।
তথ্যসূত্রঃ ডেইলি মেইল