দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ জাস্টিন বিবারের চমক দেয়ার জুড়ি নাই। ২০১২ সালের নভেম্বরে থ্যাংকস গিভিং ডে’তে জাস্টিন তাঁর দাদিকে চমকে দিতেই নগ্ন হয়েছিলেন। এসময় জাস্টিন বিবারের শরীরে কোন পোশাক ছিল না। তিনি গিটার দিয়ে তাঁর লজ্জা স্থান ঢেকে রাখেন এবং ঐ অবস্থায় তাঁর দাদীকে গান শুনান।
সম্প্রতি প্রকাশ পাওয়া ছবিতে দেখা যায় জাস্টিন বিবার সম্পূর্ণ নগ্ন অবস্থায় তাঁর দাদির টরেন্টোর বাসার সামনে হাতে একটি গিটার নিয়ে দাঁড়িয়ে আছেন। অনেকেই ভাবছেন কেন জাস্টিন বিবার নগ্ন হলেন আর কেনই বা দাদির সামনে এমন কান্ড ঘটালেন?
আসলে মূল ঘটনা হচ্ছে থ্যাংকস গিভিং ডে’তে বিবার ঘুম থেকে উঠতে দেরি করেন। ফলে দাদির মন ভোলাতে বিবারের এ ভিন্ন রকম প্রয়াস! জাস্টিন বিবারের দাদির দরজার কাছে গিয়ে বেল বাজান এবং দাদি দরজা খুলতেই বিবার গান ধরেন, “আই লাভ ইউ গ্র্যান্ডমা … হাউ আর ইউ? হ্যালো গ্র্যান্ডমা …”
তাঁর এ ঘটনায় বাড়ির সবাই অবাক হয়ে যান এবং বিবারের দাদি তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে ভালো জামা কাপড় পরান।
এই পপ তারকা প্রায়ই ছেলে মানুষি খেলায় মেতে ওঠেন। এইতো কয়েক দিন আগেও টি-শার্টে নগ্ন হয়ে পোজ দিলেন। এর আগে এক ওয়েট্রেসকে চুমু খেয়ে আলোচনায় আসেন বিবার। সম্প্রতি কিছুদিন আগে এক গানের অনুষ্ঠানে ভক্তের আইফন পকেটে ভরেন জাস্টিন বিবার।
সূত্রঃ TMZ.COM