The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

সাগরের বুকে তাডুয়া সৈকত: এক অনন্য নৈসর্গ

রূপালী ইলিশ, ধান ও সুপারির জন্য বিখ্যাত এই ভোলা জেলা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ২২ এপ্রিল ২০১৯ খৃস্টাব্দ, ৯ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ, ১৬ শাবান ১৪৪০ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

সাগরের বুকে তাডুয়া সৈকত: এক অনন্য নৈসর্গ 1

বাংলাদেশের সর্ব দক্ষিণে নদী বেষ্টিত একমাত্র দ্বীপ জেলা হলো ভোলা। পূর্বে মেঘনা, উত্তরে ইলিশা, পশ্চিমে তেঁতুলিয়া ও দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। এর মাঝে ৩ হাজার ৪শ ৩ বর্গ কিলোমিটার জুড়ে এই ব-দ্বীপ জেলা ভোলা।

রূপালী ইলিশ, ধান ও সুপারির জন্য বিখ্যাত এই ভোলা জেলা। এই জেলার উপ শাখা হিসেবে রয়েছে চর মানিক, চর জব্বার, চর নিউটন, চর জংলী, চর নিজাম, চর মনপুরা, চর ফয়েজ উদ্দিন, চর সৈয়দ, চর জহিরউদ্দিন, চর কচুয়া, ভাসান চর, চর পাতিলা, চর কুকরী মুকরী এবং ঢালচরসহ অসংখ্য ছোট-বড় চর। এই সকল চরের মাঝে লুকিয়ে রয়েছে সূর্যদ্বয় এবং সূর্যাস্তসহ অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। এখানে না আসলে তা কখনও অনুভব করা যাবেনা এর প্রাকৃতিক সৌন্দর্য।

ছবি: www.poriborton.com -এর সৌজন্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...