দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদুল ফিতরের ঈদকে সামনে রেখে নতুন গান প্রকাশ করলেন জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর। তার সঙ্গে এই গানে রয়েছেন জনপ্রিয় মডেল জান্নাতুল নাঈম এভ্রিল।
![আসিফ-এভ্রিলের ‘যা পাখি’ প্রকাশ পেলো [ভিডিও] 1 আসিফ-এভ্রিলের ‘যা পাখি’ প্রকাশ পেলো [ভিডিও] 1](https://thedhakatimes.com/wp-content/uploads/2019/05/Asif-750x430.jpg)
জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠান এসএস মাল্টিমিডিয়া হাউজের ইউটিউব চ্যানেলে গত শুক্রবার আসিফের এই গানটি প্রকাশ পেয়েছে।
‘যা পাখি’ শিরোনামের গানটিতে আসিফের সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন পাপড়ি। সম্প্রতি বেশ বড় বাজেটে গানটির ভিডিও নির্মিত হয়। এই ভিডিওতে আসিফের সঙ্গে মডেল হিসেবে আছেন জনপ্রিয় ও আলোচিত মডেল জান্নাতুল নাঈম এভ্রিল।

এই গানটির কথা ও সুর করেছেন মাহমুদ জুয়েল। সংগীতায়োজন করেছেন জেকে মজলিশ। গানের ভিডিওটি নির্মাণ করেছেন ওসমান মিরাজ।
নতুন এই গানটি সম্পর্কে আসিফ আকবর বলেছেন, ‘আসন্ন ঈদ উপলক্ষে আমার বেশকিছু গান প্রকাশ পাবে। এরমধ্যে ‘যা পাখি’ একটি। কথা, সুর ও সংগীত সব মিলিয়ে গানটি খুব ভালো হয়েছে। আশা করছি সবার কাছেই গানটি ভালো লাগবে।’
![আসিফ-এভ্রিলের ‘যা পাখি’ প্রকাশ পেলো [ভিডিও] 2 আসিফ-এভ্রিলের ‘যা পাখি’ প্রকাশ পেলো [ভিডিও] 2](https://thedhakatimes.com/wp-content/uploads/2019/05/Asif-3-750x430.jpg)