দি ঢাকা টাইমস ডেস্ক।। চুলের যত্ন নেওয়ার নানা রীতিনীতি সেই প্রাচীন কাল থেকেই চলে আসছে। প্রাচীন নথিপত্র ঘাটলে পাওয়া যায়, খ্রীষ্টের জন্মের অনেক আগে থেকেই লম্বা, ঘন-কালো চুল নারীদের আভিজাত্যের প্রতীক হিসেবে সকলের কাছে পরিচিত। সুন্দর চুল নারীদের সৌন্দর্যকে বহুগুণে বৃদ্ধি করে দেয়। শুধু নারীদের বললে ভুল হবে, পুরুষদের জন্যও চুল একটি গুরুত্বপূর্ণ জিনিস। একজন টাকওয়ালা ব্যক্তি এবং সুন্দর চুলের অধিকারি একজন ব্যক্তিকে যদি পাশাপাশি দার করানো হয়, তবে কাকে বেশি সুন্দর লাগবে? নিশ্চয় যার মাথায় চুল রয়েছে তাকেই বেশি সুন্দর লাগবে।
যেহেতু চুলের এতই কদর, সেহেতু চুলকে টিকিয়ে রাখতে হলে চুলের সঠিক যত্ন নেওয়া খুবই জরুরী। আমাদের নানা ভুলের কারণে প্রতিদিন প্রচুর পরিমাণে চুল ঝরে যায়। আজ আমরা এমনি কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে কারণে চুল ঝরে যায় এবং নষ্ট হয়ে যায়।
আপনার চুল শুষ্ক নাকি তেলাক্ত প্রথমেই সেটা নিশ্চিত হয়ে নিন। কারণ চুল শুস্ক হলে তাতে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে। বাজারের নানা ধরনের শ্যাম্পু পাওয়া যায়। তার মধ্য থেকে আপনাকে সেই শ্যাম্পুটিই বেছে নেওয়া উচিৎ যার মধ্যে কন্ডিশনার যুক্ত রয়েছে। অন্যথায় শ্যাম্পু করার পর আপনাকে কন্ডিশনার ব্যবহার করতে হবে।
আমরা অনেকেই মনে করি ঘন ঘন শ্যাম্পু করলে চুল বেশি সুন্দর হয়, এমন ধারণা ভুল। প্রতিদিন শ্যাম্পু করলে চুল রুক্ষ হয়ে যেতে পারে। অনেকেই বাইরে গেলেই সেই দিন শ্যাম্পু করেন। মনে করেন তার চুলে প্রচুর ময়লা জমে গেছে। কিন্তু এক দিনে চুলে এত পরিমাণে ময়লা জমা হয় না যে শ্যাম্পু করতেই হবে। তাই কয়েকদিন পর পর শ্যাম্পু করা ভাল।
অনেকেই শ্যাম্পু মাথায় ঘষেই ধুয়ে ফেলেন। এতে তেমন কোন উপকার হয় না। মাথার চুল ভাল করে ভিজেছে কি না প্রথমেই সেটা নিশ্চিত হয়ে নিন। তারপর মাথায় শ্যাম্পু লাগিয়ে ভাল করে ঘষুন এবং নিশ্চিত হয়ে নিন যে শ্যাম্পু চুলের গোড়া পর্যন্ত পৌছে গেছে। কারণ চুলকে গোড়া থেকে পরিষ্কার না করলে শ্যাম্পু করে কোন উপকারে আসবে না।
অনেকেই মাঝে মাঝে চুলে সাবান ব্যবহার করেন। এটা একটি মারাত্মক ভুল। চুল পরিষ্কার করার জন্য কখনই সাবান ব্যবহার করবেন না। কারণ সাবান আর শ্যাম্পু এক উপাদান দিয়ে তৈরি না। তাই চুল ঝরে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার মত সমস্যা দেখা দিতে পারে।
অনেকেই মনে করেন টাইট করে চুল বাধলে চুল দ্রুত লম্বা হয়। এটি টেনে লম্বা করার জিনিস না। ঠিক মত যত্ন নিলে এমনিতেই বড় হবে। বরং টাইট করে চুল বাধলে চুল উঠে যাওয়ার সম্ভবনা থাকে। তাই চুল বেশি টাইট করে না বেঁধে স্বাভাবিকভাবে বাঁধুন।
অনেকেই চুল শুকানোর জন্য নিয়মিত হেয়ার ড্রাই ব্যবহার করেন। এই অভ্যাস আজই ত্যাগ করুন। প্রতিদিন হেয়ার ড্রাই ব্যবহারের ফলে চুল রুক্ষ হয়ে যায় এবং স্বাভাবিক বৃদ্ধি ক্ষমতা হারিয়ে ফেলে। তাই জরুরী কোন কাজ ছাড়া হেয়ার ড্রাই ব্যবহার করবেন না।
This post was last modified on মে ২৭, ২০১৯ 3:06 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বছরের ডিসেম্বরের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল হতে পোস্ট করা ভিডিওটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৩ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…