দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অল্পের জন্য ধাক্কা হতে বেঁচে গেছে বিশ্বের দুই বৃহৎ পরাশক্তির রণতরী! ফিলিপাইন সাগরে একটি রুশ ডেস্ট্রয়ারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ক্রুজারের সঙ্গে এই ধাক্কা লাগার উপক্রম হয়।
গত শুক্রবার মার্কিন নৌবাহিনী এই তথ্য দিয়েছে। ঘটনাকে অপেশাদার এবং অরক্ষিত বলে সমালোচনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন রাষ্ট্রের ৭ম নৌ বহরের মুখপাত্র কমান্ডার ক্লেয়টন ডোস বলেন, ফিলিপাইন সাগরে যখন তারা কার্যক্রম পরিচালনা করছিলেন, ঠিক তখন রাশিয়ার ডেস্ট্রয়ার উডালয় আইডিডি৫৭২ মার্কিন ইউএসএস চ্যান্সেলোরসভিলের বিরুদ্ধে অরক্ষিত কৌশল ব্যবহার করে।
মার্কিন রণতরী ভয়ঙ্করভাবে কার্যক্রম চালাচ্ছে বলে রাশিয়া যে বিবৃতি দিয়েছে, সেটাকে অপপ্রচার হিসেবে আখ্যায়িত করেন মার্কিন এই কমান্ডার।
তিনি আরও বলেন, ইউএসএস চ্যান্সেলোরসভিলের ৫০ হতে ১০০ ফুটের মধ্যে এসে গিয়েছিল রুশ ডেস্ট্রয়ারটি।