দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সত্যিই এমন কথা শুনে আশ্চর্য না হয়ে পারা যায় না। অতিরিক্ত সুন্দরী হওয়ার কারণে এক নারীকে ট্রাফিক পুলিশ জরিমানা করেছে! তার মানে কী সুন্দরী হওয়াও দোষের?
সংবাদ মাধ্যমের এক খবরে জানা যায়, গাড়ি চালিয়ে আসা এক নারীকে আটকের পর কিছু জিজ্ঞেস না করে মামলা ঠুকে দিলেন এক ট্রাফিক পুলিশ সার্জেন্ট। তারপর মামলার কারণ ব্যাখ্যা করে জানান যে, অতিরিক্ত সুন্দরী ওই নারী তাই জরিমানা করা হয়েছে! তাই দায়ের করা হয়েছে এই মামলা! শুনতে অবাক লাগলেও এমন একটি ঘটনা ঘটেছে পশ্চিম উরুগুয়ের পায়সানডু শহরে।
জানা গেছে, মামলার জরিমানা কাগজের উল্টো পিঠে ওই পুলিশ কর্মকর্তা ‘আই লাভ ইউ’ও লিখে দিয়েছেন!
এই ঘটনার পর সম্প্রতি ওই মামলার জরিমানার কাগজটিই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। যা দেখে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে নেটপাড়ার লোকজন।
ক্ষমতার অপব্যবহার বলেও ফুঁসে উঠেছেন কেও কেও টুইটারে। কেও আবার সার্জেন্টের পক্ষ নিয়ে ভালোবাসার গুনগানও নাকি গেয়েছেন।
এদিকে সামাজিক মাধ্যমগুলোতে মিশ্র প্রতিক্রিয়ার পর ওই ট্রাফিক সার্জেন্টকে বদলি করার চিন্তাভাবনা করছে পায়সানডু স্থানীয় প্রশাসন।