দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯ খৃস্টাব্দ, ৬ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪০ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
কৃষক যখন ধান কেটে ঘরে ফেরেন তখন তার মুখে থাকে হাসি। কিন্তু এই কৃষকের যেনো মলিন হাসি। ছবির পোজ দিতে গিয়ে হাসার ব্যর্থ চেষ্টা করেছেন।
মলিন হাসির কারণ হলো ধান ঘরে উঠলেও খরচের টাকা উঠবে না, সেই কারণে দু:খের কথা চিন্তা করে তাদের আনন্দ উবে গেছে। কারণ হলো উৎপাদন খরচও ওঠে না। কৃষককে বাঁচাতে সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করে থাকে। কিন্তু তাতেও কৃষকরা খুব একটা উপকৃত হন না। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে সেই কথাটি আমাদের সকলের মনে রাখা দরকার। আজকের সকালে এমন সুন্দর একটি ছবির জন্য এর আলোকচিত্রীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ছবিটি ফেসবুক হতে প্রাপ্ত।