The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

পপি-আমিন খান নতুনভাবে জুটি

এই জুটিকে এবার দেখা যাবে ‘ক্যান্ডেল লাইট’ শিরোনামে একটি ওয়েব ফিল্মে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগেও চিত্রনায়ক আমিন খান ও চিত্রনায়িকা পপি একসঙ্গে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে দু’জনই গত কয়েক বছর ধরে আর চলচ্চিত্রে দেখা যাচ্ছে না। নতুন খবর হলো- আবারও তারা নতুনভাবে জুটি হয়ে পর্দায় হাজির হচ্ছেন।

পপি-আমিন খান নতুনভাবে জুটি 1

আগেও চিত্রনায়ক আমিন খান ও চিত্রনায়িকা পপি একসঙ্গে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে দু’জনই গত কয়েক বছর ধরে আর চলচ্চিত্রে দেখা যাচ্ছে না। নতুন খবর হলো- আবারও তারা নতুনভাবে জুটি হয়ে পর্দায় হাজির হচ্ছেন।

তবে কোনো চলচ্চিত্রে নয়, এই জুটিকে এবার দেখা যাবে ‘ক্যান্ডেল লাইট’ শিরোনামে একটি ওয়েব ফিল্মে। এর মধ্যদিয়ে প্রথমবারের মতো কোনো ওয়েব ফিল্মে অভিনয় করলেন এই জুটি।

জানা গেছে, ‘ক্যান্ডেল লাইট’ এর শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। অন্তর্জালভিত্তিক এই চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন অনুরূপ আইচ। এটি নির্মাণ করেছেন আতিকুর রহমান লাভলু। এই ওয়েব ফিল্মে আমিন খানকে দেখা যাবে সজীব ও পপিকে মৌরি চরিত্রে অভিনয় করতে।

এই ওয়েব ফিল্মে অভিনয় সম্পর্কে আমিন খান বলেছেন, ‘পপির সঙ্গে প্রথম অভিনয় করেছি দিলীপ সোম পরিচালিত ‘তোমার জন্য ভালোবাসা’ চলচ্চিত্রে। তারপর ডজনখানেকেরও বেশি চলচ্চিত্রে দর্শকরা আমাদের দেখেছেন। আবারও জুটি হয়ে পর্দায় হাজির হচ্ছি আমরা। আশা করছি এবারও দর্শক আমাদের পর্দা রসায়ন বেশ ভালোভাবেই গ্রহণ করবেন।’

এই ওয়েব ফিল্মে অভিনয় সম্পর্কে পপি বলেছেন, ‘এটি মূলত দু’জন অভিনয়শিল্পীর ব্যক্তিজীবনের গল্প। যারা প্রেম করেন, বিয়ে করেন আবার সেপারেশনেও যান। এসব কিছু ঘটে যাওয়ার বহু বছর পর তারা কোনো এক রাতে আবার মুখোমুখি বসেন। পুরনো ভুল-শুদ্ধ তুলে এনে জীবনের নতুন হিসাব কষেন তারা। আশা করছি দর্শকদের মনে জায়গা করে নেবে এই নতুন ওয়েব ফিল্মটি।

এই বিষয়ে নির্মাতা আতিকুর রহমান লাভলু বলেছেন, ‘সাদেক সিদ্দিকীর ‘সাহসী যোদ্ধা’ সিনেমাতে আমিন খান এবং পপি অভিনয় করেছেন। তাদের জুটি করে আবারও নির্মাণ করলাম ‘ক্যান্ডেল লাইট’। আশা করছি এই জুটির মধ্যে দর্শকরা নতুন রসায়ন খুঁজে পাবেন।

সংবাদ মাধ্যমের এক খবরে জানা যায়, একটি ভিডিও স্ট্রিমিং সাইটে খুব শীঘ্রই মুক্তি দেওয়া হবে ‘ক্যান্ডেল লাইট’ ওয়েব ফিল্মটি। তার পূর্বে প্রকাশ করা হবে এর টিজার এবং ট্রেলার।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...