দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘রোহিঙ্গা নিপীড়ন ও নিধনযজ্ঞে নেতৃত্ব দেওয়া কর্মকর্তাদের বিচারে ব্যর্থ হয়েছে জাতিসংঘ’। এমন মন্তব্য করেছেন মিয়ানমার বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি।
‘রোহিঙ্গা নিপীড়ন ও নিধনযজ্ঞে নেতৃত্ব দেওয়া কর্মকর্তাদের বিচারে ব্যর্থ হয়েছে জাতিসংঘ’। এমন মন্তব্য করেছেন মিয়ানমার বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি।
জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি বলেছেন, ২০১৭ সালে রাখাইনে পূর্বপরিকল্পিত সহিংসতা জোরালো করেছিলো বার্মিজ সেনাবাহিনী। হত্যা, ধর্ষণ ও নিপীড়নের মুখে মিয়ানমারের রাখাইন হতে বাংলাদেশে পালিয়ে আসে ৭ লাখেরও বেশি রোহিঙ্গাবাসী।
ইয়াংহি লি বলেছেন, নিপীড়নের শিকারদের ন্যায়বিচার আদায়ে নিজেদের সক্ষমতা অনুযায়ী কোনো কাজ করেনি জাতিসংঘ কমিশন। যদিও জাতিসংঘের দূতের এমন দাবি প্রত্যাখান করেছে জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের দূত।
ইয়াংহি লিকে তার চলমান দায়িত্ব হতে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গতমাসে অভ্যন্তরীণ প্রতিবেদনেও মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযানে সৃষ্ট সংকট নিরসনে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে জাতিসংঘ।