The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

শুটিংয়ের সময় গুরুতর আহত হলেন চিত্রনায়ক বাপ্পী [ভিডিও]

বেলাল সানি পরিচালিত ‘ডেঞ্জার জোন’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন বাপ্পী চৌধুরী। তার সহশিল্পী হলেন জলি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভৌতিক চলচ্চিত্র ‘ডেঞ্জার জোন’-এর শুটিং চলছিলো। এই সময় গুরুতর আহত হয়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

শুটিংয়ের সময় গুরুতর আহত হলেন চিত্রনায়ক বাপ্পী [ভিডিও] 1

জানা যায়, শুটিংয়ে দৃশ্যধারণের সময় ক্রেনের হেঁচকা টানে শূন্য থেকে আছড়ে পড়েই জ্ঞান হারান বাপ্পী। গতকাল (বুধবার) বেলা ১টার দিকে গাজীপুর জাতীয় উদ্যানে এই ঘটনাটি ঘটে। তারপরই বন্ধ হয়ে যায় ছবির শুটিং।

শুটিং ইউনিটের থাকা এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ছবির দৃশ্যটি ছিল জাদুর ধাক্কায় উড়ে যাবেন চিত্রনায়ক বাপ্পী। তবে কোমরে বাঁধা রশিতে জোরে টান পড়ায় তার ঘাড় বাঁকা হয়ে যায়। এই সময় মারাত্মকভাবে মাংসপেশিতে আঘাত পান চিত্রনায়ক বাপ্পী। বর্তমানে আপাতত শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে রয়েছেন বাপ্পী।

জানা গেছে, বেলাল সানি পরিচালিত ‘ডেঞ্জার জোন’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন বাপ্পী চৌধুরী। তার সহশিল্পী হলেন জলি। এই চলচ্চিত্রে আরও আছেন ডিজে সোহেল, অঞ্জলি সাথী, শামীম, সীমান্ত, রাজু সরকার প্রমুখ। ‘ডেঞ্জার জোন’ ছবিটি প্রযোজনা করছে সাকসেস মাল্টিমিডিয়া।

দেখুন ভিডিওটি

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...