The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

জনপ্রিয় শিল্পীদের সংগীতায়জনে নতুন শিল্পীদের গান আসছে

এবার ঈদের বাদ্য বাজছে অডিও বাজারগুলোতেও

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদ উপলক্ষে পুরোনোদের পাশাপাশি এবার নতুনরাও এগিয়ে এসেছেন। এবার কোরবানী ঈদ উপলক্ষে জনপ্রিয় শিল্পীদের সংগীতায়জনে নতুন শিল্পীদের গান আসছে।

জনপ্রিয় শিল্পীদের সংগীতায়জনে নতুন শিল্পীদের গান আসছে 1

ঈদ উপলক্ষে দেশের অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো মুক্তি দিয়েছে নতুন নতুন গান। এই সব অনুষ্ঠানের মধ্যে নতুনদের পাশাপাশি রয়েছে কুমার বিশ্বজিৎ, হাসান, তপুর মতো পুরনো শিল্পীদের গানও। এবার ঈদের বাড়তি আকর্ষণ হলো হালের জনপ্রিয় শিল্পীদের সংগীতায়জনে নতুনদের গান।

এবার ঈদের বাদ্য বাজছে অডিও বাজারগুলোতেও। তাই গানে গানে সবখানেই যেনো ছড়িয়ে পড়ছে উৎসবের রঙ। ইতিমধ্যেই ডিজিটাল প্লাটফর্মে প্রকাশিত হয়েছে অসংখ্যা শিল্পীর ঈদের নতুন গান। প্রকাশের অপেক্ষায় রয়েছে আরও বেশ কিছু গান।

অডিও প্রযোজনা সংস্থাগুলো এবারের ঈদ আয়োজন করেছে নবীন প্রবীণের যুগলবন্দী সুরেই। তাছাড়াও আরও বাড়তি আকর্ষণ বলতে রয়েছে হালের জনপ্রিয় শিল্পীদের সংগীতায়জনে নতুনদের গান।

ক্যাসেট ও সিডির যুগ পেরিয়ে সময়টা এখন ইউটিউব দুনিয়ার মধ্যে মেতে আছে। তাইতো শ্রোতাদের আগ্রহ বাড়াতে শিল্পীরাও ঝুকছেন মিউজিক ভিডিওতেই। অভিনয়শিল্পীদের পাশাপাশি কখনও কখনও নিজেরাই হয়ে উঠছেন গানের মডেল। ঈদকে ঘিরে নতুন সংগীতায়জনে আসছে জনপ্রিয় পুরোনা গান গুলো।

কেও কেও আবার ধরা দিয়েছেন নতুন আঙ্গিকে। তাই সব মিলিয়ে বলা যায় এবারের অডিও উৎসবও হবে বেশ জমজমাট। গানের এমন সুরেলা বন্ধনে এই উৎসবে মানুষকে বিনোদন যেমন দেবে তেমনি মানবিকও করে তুলবে সেটি বলা যায়।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...