দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৯ খৃস্টাব্দ, ৭ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, ২০ জ্বিলহজ্ব ১৪৪০ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে দৃশ্যটি আপনারা দেখছেন সেটি চীনের ইয়াংসু শহর। চারিদিকে পাহাড়, আর এর মধ্যে দালান-কোটা। এক অপূর্ব দৃশ্য যাকে বলে।
চীনের দ্বিতীয় শহর হলো এই ইয়াংসু। ইয়াংসুকে বলা যায় প্রাকৃতিক সৌন্দর্যের আধার। লি নদীর তীরে চমৎকার এই শহর পর্যটনের জন্য সুখ্যাতি প্রাপ্ত একটি স্থান। ইয়াংসুতে রয়েছে পাহাড়, আপনি সেখানে গেলে চড়তে পারেন পাহাড়ে। রয়েছে নদী, সেখানে ভাসিয়ে দিতে পারেন ভেলা। এই সব কিছু করতে না চাইলে আপনি দেখতে পারেন প্রাকৃতিক সৌন্দর্য। সব মিলিয়ে পর্যটকদের জন্য একটি আদর্শ স্থান হলো এই ইয়াংসু। ছবির জন্য এর আলোকচিত্রীকে অশেষ ধন্যবাদ।
তথ্যসূত্র: https://www.deshebideshe.com ও ছবি: https://hipwallpaper.com