দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বুলাটি হলো বিশ্বখ্যাত গাড়ি তৈরির একটি প্রতিষ্ঠান। বুলাটি নতুন নতুন ডিজাইনের কার তৈরি করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়ে থাকে। এবার বুগাটি আনছে কোটি ডলারের সুপারকার!
ফরাসি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বুগাটি হলো বিলাসবহুল স্পোর্টস ও মাসলকারের হাইব্রিড গাড়ি তৈরির জন্য বিখ্যাত একটি প্রতিষ্ঠান।
এই প্রতিষ্ঠানটি চলতি সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের পেবল বিচ অটো-উইকে এই সুপারকারটির উদ্বোধন করে। ক্যালিফোর্নিয়ার দ্য কোয়াইল শীর্ষক একটি অটো শোতে সেন্টোডিসি নামক এই সুপারকারটি প্রদর্শন করা হয়। এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি তাদের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে নতুন এই সুপারকারটি বাজারে এনেছে।
সিএনএন এর এক খবরে জানা যায়, তাদের নতুন এই সুপারকারটি ১৬শ হর্সপাওয়ার শক্তি সম্পন্ন। গাড়িটির ইঞ্জিন মাত্র ২ দশমিক ৪ সেকেণ্ডে ৬২ মাইল গতি তুলতে পারে। তবে আকর্ষণীয় এই সুপারকারের মূল্য ১ কোটি মার্কিন ডলার!
৯০-এর দশকে বুগাটির বিশ্বের সবচেয়ে বিখ্যাত ইবি-১১০ সুপারকারকে সম্মান জানাতেই সেন্টোডিসির লিমিটেড এডিশন বাজারজাতকরণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।