The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

বিয়ের পর আবার অভিনয়ে ফিরছেন তমা

ছোট-বড় দুই পর্দাতেই তার উপস্থিতি রয়েছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢালিউডের একজন সফল অভিনেত্রী তমা মির্জা। ছোট-বড় দুই পর্দাতেই তার উপস্থিতি রয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই তারকা বেশ কিছুদিন হলো বিয়ে করেছেন। বিয়ের জন্য মিডিয়া থেকে দূরে ছিলেন। তিনি আবার অভিনয়ে ফিরছেন।

বিয়ের পর আবার অভিনয়ে ফিরছেন তমা 1

ঢালিউডের একজন সফল অভিনেত্রী তমা মির্জা। ছোট-বড় দুই পর্দাতেই তার উপস্থিতি রয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই তারকা বেশ কিছুদিন হলো বিয়ে করেছেন। বিয়ের জন্য মিডিয়া থেকে দূরে ছিলেন। তিনি আবার অভিনয়ে ফিরছেন।

বিয়ের কারণে অভিনয় থেকে বেশকিছু দিন দূরে থাকার পর তমা মির্জা নতুন একটি সিনেমাতে চুক্তিবদ্ধও হয়েছেন। আবার তার ভক্তরা তাকে দেখতে পাবেন সিনেমার পর্দায়।

সিনেমাতে অভিনয় সম্পর্কে তমা বলেছেন, ‘আমার হাতে থাকা সিনেমাগুলোতে আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি। এগুলো মুক্তি পেলে দর্শকরা আমাকে নতুনভাবে দেখতে পাবেন। তাছাড়া ঈদের পর নতুন একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছি। আগামী মাস থেকে ওই ছবির শুটিং শুরু হবে। এ বছর আরও কয়েকটি সিনেমাতে যুক্ত হওয়ার কথা রয়েছে। আমার স্বামী বা শ্বশুরবাড়ির পক্ষের লোকেরা মিডিয়ায় কাজ করার বিষয়টিকে সব সময় উৎসাহ দিচ্ছেন। সব মিলিয়ে বর্তমানে বেশ ভালো সময় কাটাচ্ছি।’

তবে প্রযোজনা সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী শুটিং শুরু করার পূর্বে সিনেমাটি সম্পর্কে বিস্তারিত কিছুই বলতে চাননি এই অভিনেত্রী।

এদিকে বর্তমানে তমার হাতে রয়েছে ৩টি সিনেমা। ওই ছবিগুলোর কাজ অনেক দূর এগিয়েছে। তারমধ্যে আরিফুজ্জামান আরিফের পরিচালনায় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ও সাদাত হোসাইনের ‘গহীনের গান’ সিনেমা দুটির শুটিং শেষ হয়েছে। তবে শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘পাপ কাহিনী’ সিনেমার শুটিং এখন পর্যন্ত শেষ হয়নি।

বিয়ের পর আবার অভিনয়ে ফিরছেন তমা 2

অপরদিকে দেশ টিভিতে তমা মির্জার উপস্থাপনায় ‘প্রিয়তমার প্রিয়মুখ’ নামে একটি সেলিব্রেটি শো প্রচারিত হচ্ছে। শীঘ্রই আরেকটি টিভি অনুষ্ঠান উপস্থাপনায় যুক্ত হতে চলেছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য যে, গত ৯ মার্চ হিশাম চিশতী নামে এক ব্যবসায়ীর সঙ্গে বাগদান হয় তমা মির্জার। ওই সময় বিষয়টা তেমনভাবে কাওকে না বললেও পরবর্তীতে বিষয়টি আর গোপন থাকে না।

২০১৫ সালে ‘নদীজন’ সিনেমায় শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তমা মির্জা। ২০০৯ সালে শাহীন-সুমন পরিচালিত ‘মনে বড় কষ্ট’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে এই নায়িকার।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...