দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯ খৃস্টাব্দ, ২৪ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, ৮ মহররম ১৪৪১ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
আজকের এই বিষয়টি শুভ সকালের বিষয় না হলেও আমাদের দেশের সাধারণ মানুষরা বন্যার সময় যেভাবে দিনাতিপাত করে তার জন্য তাদেরকে ধন্যবাদ জানানো উচিৎ।
প্রতিবছর জুন-জুলাই এলেই বন্যার সৃষ্টি হয়। পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বেড়ে পার্শ্ববর্তী হাজার হাজার গ্রাম প্লাবিত হয়। মানুষের তখন মাথা গোজার ঠাই থাকে না। এই দৃশ্যটি দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে ঘর ডুবে যাওয়ায় কলাগাছ দিয়ে তৈরি ভেলাতে রান্নার কাজ করতে হচ্ছে। বড়ই করুণ অবস্থার মধ্যে পড়তে হয় গ্রামের মানুষদের। সাম্প্রতিক বন্যার এই ছবিটি ফেসবুক হতে প্রাপ্ত।