দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস দিয়ে বলেছেন, কাশ্মীরে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে ফিরবে মোবাইল সংযোগ।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস দিয়ে বলেছেন, কাশ্মীরে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে ফিরবে মোবাইল সংযোগ। সেখানকার জীবন যাত্রা এক নাজুক পরিস্থিতির মধ্যে রয়েছে।
ভারতনিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে মোবাইল ফোনের সংযোগ পুনরায় চালু হবে এমন আশ্বাস দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
দিল্লিতে জম্মু-কাশ্মীরের পঞ্চায়েতপ্রধান এবং পঞ্চায়েত সদস্যদের একটি প্রতিনিধিদল অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করলে এ সময় তিনি এই আশ্বাস দেন।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের বিষয়টি পিটিআই জুবের নিশাদ ভাট নামে এক পঞ্চায়েতপ্রধানের বরাতে প্রকাশ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসা প্রতিনিধি দলে ছিলেন কাশ্মীর উপত্যকার কেন্দ্রে অবস্থিত শ্রীনগর জেলার হারভানের পঞ্চায়েতপ্রধান জুবের নিশাদ ভাটও।
গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ও ৩৫এ অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা এবং রাজ্যের মর্যাদা বাতিল করে দেয় বিজেপি সরকার। জম্মু ও কাশ্মীরকে দ্বিখণ্ডিত করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভের আশঙ্কায় ওই দিন থেকে কাশ্মীরে টেলিযোগাযোগসহ সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, বর্তমানে উপত্যকার কিছু কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে। গত মাসে কিছু এলাকায় ল্যান্ড টেলিফোন সংযোগ পুনরায় চালু করা হয়।
গত সোমবার জম্মু ও কাশ্মীরের প্রধান সচিব রোহিত কানসাল জানান, জম্মু ও লাদাখ হতে ৯৩ শতাংশ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই জম্মুর ১০টি জেলায় মোবাইল সংযোগ পুনরায় চালু করা হয়েছে।
এদিকে পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অমিত শাহ আরও জানান, পঞ্চায়েতপ্রধান ও সদস্যরা পুলিশি নিরাপত্তা ও দুই লাখ রুপির বিমা সুবিধা পাবেন।
কাশ্মীরে নিরাপত্তার অভাবের কথা জানিয়ে কুপওয়ারার পঞ্চায়েতপ্রধান মীর জুনায়েদ পিটিআইকে বলেছেন, ‘আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি। তিনি নিশ্চিত করেছেন যে প্রশাসন আমাদের পূর্ণ নিরাপত্তা দেবে।’
উল্লেখ্য, ৬ বছর বিরতির পর গত বছর জম্মু এবং কাশ্মীরে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়।