The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ভারতের শিমলা: এক মোহনীয় স্থান

প্রিয়জনদের সঙ্গে ঘুরে আসার একটি সুন্দরতম স্থানে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯ খৃস্টাব্দ, ৩ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ, ১৮ মহররম ১৪৪১ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

ভারতের শিমলা: এক মোহনীয় স্থান 1

যে দৃশ্যটি আপনারা দেখছেন সেটি ভারতের শিমলার দৃশ্য। অসম্ভব সুন্দর এখানকার প্রাকৃতিক দৃশ্য। অবসর সময় কাটানোর এটি একটি মোহনীয় স্থান বলা যায়।

ভারতের শিমলা। প্রিয়জনদের সঙ্গে ঘুরে আসার একটি সুন্দরতম স্থান। এক স্বচ্ছ-শুভ্র বরফ দিয়ে যেনো ঢাকা। প্রিয়জনকে নিয়ে স্বর্গ সুখে যেনো গা এলিয়ে দিতে পারবেন আপনি! এখানকার হিম-শীতল আবহাওয়া যেনো এক ধরনের রোমাঞ্চ অনুভব হবে। এখানে পাবেন জাখু পাহাড়, জাখু মন্দির, ভ্যাইসরিগেল লজ। এই জাখু পাহাড় হলো শিমলার সর্বোচ্চ শৃঙ্গ এবং এখানে রয়েছে পারিপার্শ্বিক ভূ-প্রকৃতির এক অত্যাশ্চর্য নিদারুণ দৃশ্য।

এমন সুন্দর একটি ছবির জন্য এর আলোকচিত্রীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।

তথ্য: https://bongobhumi.org এর সৌজন্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...