দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা হলেন মাহিয়া মাহি। একের পর এক সিনেমায় অভিনয় করে যাচ্ছেন। সম্প্রতি ফেসবুকে এমন কয়েকটি গ্ল্যামারাস ছবি পোস্ট করেছেন মাহি।
বর্তমান সময়ে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা হলেন মাহিয়া মাহি। একের পর এক সিনেমায় অভিনয় করে যাচ্ছেন। সম্প্রতি ফেসবুকে এমন কয়েকটি গ্ল্যামারাস ছবি পোস্ট করেছেন মাহি।
ওই ছবিটিতে মাহিকে দেখা যাচ্ছে সাদা ও সোনালি রঙের পোশাকে। ছবির ক্যাপশনে লেখা ছিলো ‘স্বপ্নবাজি’। মাহিয়া মাহি জুলাই মাসের শেষের দিকে চুক্তিবদ্ধ হন ‘স্বপ্নবাজি’ সিনেমায়। দেশের ফ্যাশন জগতকে উপজীব্য করে নির্মিত হবে এই নতুন সিনেমাটি। এর শুটিং শুরু হতে এখনও মাস দুয়েক বাকি রয়েছে।
ডিসেম্বর মাসের মাঝামাঝিতে শুরু হবে ‘স্বপ্নবাজি’ সিনেমাটির শুটিং। তবে শুটিংয়ের আগেই ‘স্বপ্নবাজি’ ক্যাপশন দিয়ে ছবি আপলোড করে রহস্য তৈরি করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সাদা-সোনালি পোশাকের মধ্যে ফুটে উঠেছে মাহির ঠোঁটের লাল রঙা লিপস্টিক। ছবিটি দেখে মনে হচ্ছে কোনো আইটেম গানের শুটিংয়ে অংশ নিচ্ছেন মাহি! অনেকেই মনে করছেন যে নিশ্চয়ই শুরু হয়ে গেছে মাহির নতুন সিনেমাটির শুটিং।
‘স্বপ্নবাজি’ সিনেমাটির প্রযোজনায় রয়েছে পিএইচ এন্টারটেনমেন্ট। আর এটি নির্মাণ করবেন রায়হান রাফি। তার কাছে থেকেই জানা গেছে মাহির এই ছবির রহস্যবৃত্ত।
এই বিষয়ে সংবাদ মাধ্যমকে রায়হান রাফি বলেছেন, ‘সম্প্রতি ‘স্বপ্নবাজি’ সিনেমাটির অভিনয়শিল্পীদের নিয়ে ফটোশুট এবং কিছু পরীক্ষামূলক ভিডিও আমরা ধারণ করেছি। সিনেমাটিতে যারা অভিনয় করবেন তাদের নিয়ে গ্রুপিংও চলছে। আমরা শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। মাহিও ছবিটির ফটোশুটে অংশ নিয়েছেন। তবে মাহির এই ছবিটি আইটেম গানের নয়, এই সিনেমার প্রত্যেকটা চরিত্রকেই এমনিভাবে গ্ল্যামারাস সজ্জায় উপস্থাপন করা হবে।’
রায়হান রাফি আরও বলেছেন, ‘এই গ্ল্যামারস ওয়ার্ল্ডে প্রতিনিয়ত শতশত তরুণ-তরুণী তারকা হতে ছুটে আসেন। তারা সাফল্য পেতে অনেক কাঠ-খড়ও পোড়ান। মডেলদের ফ্যাশন জগতের পথচলা, পরিশ্রম নিয়েই আমাদের ছবির গল্প এগিয়ে যাবে। আমাদের এই সিনেমাটিতে আমরা দর্শকদের কাছে নতুন একটি বিষয় তুলে ধরবো।’
উল্লেখ্য, চিত্রনায়িকা মাহিয়া মাহি সম্প্রতি একের পর এক সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসায় ভাসছেন। যে কারণে প্রযোজকরাও তাকে দিয়ে ছবি করাতে বেশি আগ্রহ দেখাচ্ছেন। এই ছবি ছাড়াও ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রযোজনা সংস্থার সঙ্গে মাহির কথাও হয়েছে। ছবির কাহিনী দেখে তিনি চুক্তিবদ্ধ হবেন বলে জানা যায়।
This post was last modified on সেপ্টেম্বর ২৫, ২০১৯ 10:56 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য সচেতন জীবনের অন্যতম শর্ত হলো সঠিক খাবার বেছে নেওয়া।…
View Comments
mahi good