The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

কুকুর বাজাচ্ছে পিয়ানো আর গান গেয়ে নাচছে শিশু! [ভিডিও]

ঘরের মধ্যে আপন মনে খেলা করছে ছোট্ট একটি শিশু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এমন একটি ভিডিও সত্যিই সকরকে অবাক করে। একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে কুকুর বাজাচ্ছে পিয়ানো আর গান গেয়ে নাচছে এক শিশু!

কুকুর বাজাচ্ছে পিয়ানো আর গান গেয়ে নাচছে শিশু! [ভিডিও] 1

এমন একটি ভিডিও সত্যিই সকরকে অবাক করে। একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে কুকুর বাজাচ্ছে পিয়ানো আর গান গেয়ে নাচছে এক শিশু!

ঘরের মধ্যে আপন মনে খেলা করছে ছোট্ট একটি শিশু। মাটিতে পড়ে থাকা খেলনা নিয়ে আপন মনেই খেলা করছে শিশুটি। এমন সময় সেই ঘরে ঢুকলো বাড়ির পোষ্য এক কুকুরটি। ঘরে ঢুকেই চলে এলো সেই ঘরে রাখা পিয়ানোর সামনে।

এরপর কুকুরটি নিজের সামনের পা দু’টি তুলে দিলো পিয়ানোতে। তারপর বাজাতে লাগলো পিয়ানো। পিয়ানোর তালে তালেই গলা ছেড়ে গান করতে লাগলো সে। আর তার গানের সুরে কোমর দোলাচ্ছে খুদে ওই শিশুটি।

নেট দুনিয়ায় এই ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। বাজনা বাজিয়ে কুকুরের গানটি মোহিত করেছে নেটিজেনদের।

টুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় যে, কুকুরটির নাম হলো বাডি মার্কারি। সে বসবাস করে আমেরিকার নিউইয়র্ক শহরে। মার্কারি প্রায় সময় পিয়ানো বাজায়। আরও বেশ কয়েকটি ভিডিওতে মার্কারিকে পিয়ানো বাজাতে দেখা গেছে।

দেখুন ভিডিওটি
https://twitter.com/chadloder/status/1177083608885952512

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...