The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

টাকা না নিয়ে বৃদ্ধার কপালে চুম্বন দিলেন এক ডাকাত! [ভিডিও]

সত্যিই মাঝে-মধ্যেই কিছু ঘটনা আমাদের হৃদয়ে দাগ কাটে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সত্যিই মাঝে- মধ্যেই কিছু ঘটনা আমাদের হৃদয়ে দাগ কাটে। যেমনটি ঘটেছে এক ব্যতিক্রমি ডাকাতের ক্ষেত্রে। টাকা না নিয়ে বৃদ্ধার কপালে চুম্বন দিলেন এক ডাকাত!

টাকা না নিয়ে বৃদ্ধার কপালে চুম্বন দিলেন এক ডাকাত! [ভিডিও] 1

মাঝে মধ্যে কিছু ঘটনা আমাদের বিস্মিত করে। যেমনটি করেছে একটি ডাকাতদল। তারা ডাকাতি করতে এসে টাকা না নিয়ে বরং এক বৃদ্ধাকে চুমু দিয়েছেন। এমন একটি ঘটনা সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই ডাকাতদের এমন কাণ্ড কীর্তি দেখে বিস্মিত হয়েছেন। এমনও কোনো মানুষ করতে পারেন? সত্যিই আজব দুনিয়ার মানুষের আচরণও যেনো আজব প্রকৃতির! ভাবতে গেলে কেমন যেনো লাগে।

সত্যিই মাঝে- মধ্যেই কিছু ঘটনা আমাদের হৃদয়ে দাগ কাটে। যেমনটি ঘটেছে এক ব্যতিক্রমি ডাকাতের ক্ষেত্রে। টাকা না নিয়ে বৃদ্ধার কপালে চুম্বন দিলেন এক ডাকাত!

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ডাকাতি করতে গিয়ে গৃহকর্তা বা পরিবারের অন্যান্য সদস্যদের মারধোর করার ঘটনা আমরা দেখি অহরহই। তবে ডাকাতি করতে গিয়ে কাওকে সম্মান দেখানোর ঘটনা কমই ঘটে থাকে। তবে সম্প্রতি ব্রাজিলে এমনই এক ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেশটির উত্তর-পূর্ব আমারান্ত এলাকার একটি ওষুধের দোকানে মাথায় হেলমেট পরে ডাকাতি করতে ঢোকে দুই ডাকাত। তখন সেখানে এক বৃদ্ধা ক্রেতা ছাড়াও ছিলেন দোকানের একজন কর্মচারী। ডাকাতরা ওই কর্মচারীর দিকে বন্দুক তাক করে ক্যাশবাক্সের চাবি চান। অন্য ডাকাতটি দাঁড়িয়ে ছিলেন বৃদ্ধার সামনে।

সংবাদ মাধ্যমকে দোকানটির মালিক জানিয়েছেন, কর্মচারী হাত তুলে আত্মসমপর্ণ করতেই একজন তাকে সমস্ত টাকা- পয়সা দিয়ে দিতে বলেন। সেই সময় পাশে দাঁড়িয়ে ওই বৃদ্ধাও ভয় পেয়ে নিজের টাকা দিতে লাগেন। তবে তাকে বাঁধা দেয় এক ডাকাত। বরং বৃদ্ধাকে আশ্বস্ত করে এক ডাকাত কপালে চুমু দেয়।

সিসিটিভি ফুটেজে ধারণকৃত ওই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড হতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নেটিজেনদের ভিতরে। ইতিমধ্যেই ভিডিওটি কয়েক হাজার দর্শক দেখেছেন। অবশ্য বের হওয়ার সময় দোকান হতে ডাকাতরা কয়েক হাজার ডলার ও বেশ কিছু জিনিস ডাকাতি করে নিয়ে গেছে।

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ঘটনার পর ডাকাতদের খোঁজে তল্লাশি চালিয়েছে স্থানীয় পুলিশ। তবে তল্লাশি চালানো হলেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তথ্যসূত্র : এনডিটিভি

দেখুন ভিডিওটি

Loading...