দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা মাঝে-মধ্যেই বাজি ধরতে দেখি অনেককেই। যেমন এবার বন্ধুর সঙ্গে বাজি ধরে ৪১টি ডিম খেয়ে কী ঘটলো জানেন? আজ দেখে নিন সেই বিষয়টি। সংবাদ মাধ্যমে এমন একটি সংবাদ প্রকাশের পর বেশ হৈ চৈ পড়ে গেছে। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে এমন একটি খবর। যে খবর সকলকেই বিস্মিত করেছে।
আমরা মাঝে-মধ্যেই বাজি ধরতে দেখি অনেককেই। যেমন এবার বন্ধুর সঙ্গে বাজি ধরে ৪১টি ডিম খেয়ে কী ঘটলো জানেন? আজ দেখে নিন সেই বিষয়টি। সংবাদ মাধ্যমে এমন একটি সংবাদ প্রকাশের পর বেশ হৈ চৈ পড়ে গেছে। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে এমন একটি খবর। যে খবর সকলকেই বিস্মিত করেছে।
বন্ধুদের সঙ্গে একসঙ্গে যখন আড্ডা দেওয়া হয় তখন আড্ডার ছলে মানুষ কতোকিছুই না করে। কতো রকম বিষয় নিয়েই না কথা হয়। এমন কি কথার ছলে মানুষ কতো বিষয় নিয়ে বাজিও ধরে অনেকেই। তবে বন্ধুদের মধ্যে যে জিনিসটি নিয়ে সবচেয়ে বেশি বাজির প্রচলন হয়ে থাকে তা হলো খাবার। যে তার অন্য বন্ধুর চাইতে বেশি খেতে পারে বা খেয়ে দেখাতে পারে তার যেনো পা মাটিতেই পড়েনা।
কিন্তু আমরা কী কখনও ভেবেছি, এসব কর্মকাণ্ড মজার ছলে হলেও তা বয়ে আনতে পারে বড় ধরনের বিপদ। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের জৌনপুরের বিবিগঞ্জ বাজারে। বন্ধুর সঙ্গে বাজি ধরে ২ হাজার টাকার বিনিময়ে ৫০টি ডিম এবং এক বোতল মদ খেতে রাজি হয়েছিলেন সুভাষ নামে জনৈক ব্যাক্তি। ওই বাজি ধরার পর ৪১টি ডিম তিনি খেয়েও ফেলেছিলেন। কিন্তু ৪২টি ডিম খাওয়ার পরই অজ্ঞান হয়ে পড়েন সুভাষ। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি সুভাষের সেখানেই মৃত্যু হয় তার।
সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, ৪২ বছর বয়সী সুভাষ পেশায় একজন ট্রাক্টর চালক। গত ১ নভেম্বরের ঘটনা এটি। বিবিগঞ্জ বাজারে বন্ধুর সঙ্গে ডিম খেতে গিয়েছিলেন তিনি। সেখানে কথায় কথায় কে ক’টা ডিম খেতে পারে তাই নিয়ে কথা শুরু হয়। তারপরই দুইজন বাজি ধরেন। বাজির শর্ত ছিল ৫০টি ডিম এবং এক বোতল মদ খেতে পারলে দুই হাজার টাকা দেওয়া হবে। তারপর এই মর্মান্তিক ঘটনাটি ঘটে গেছে।