দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কালকের (শনিবার) জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। জেএসসি পরীক্ষাটি নেওয়া হবে ১২ নভেম্বর এবং জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানিয়েছে।
কাল শনিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। জেএসসি পরীক্ষাটি নেওয়া হবে ১২ নভেম্বর এবং জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানিয়েছে। ঘূর্ণিঝড় বুলবুল প্রচণ্ড গতিতে বাংলাদেশে ধেয়ে আসছে। যে কারণে উপদ্রুত এলাকার স্কুল কলেজগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এমন একটি পরিস্থিতির কারণে জেএসসির কালকের গণিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষাটি নেওয়া হবে ১২ নভেম্বর।