The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

রোশানের নতুন নায়িকা উষ্ণ হক

এই সিনেমাটিতে মোট তিনজন নায়িকা থাকবেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন চিত্রনায়ক রোশান। তারপর ২০১৬ সালে ‘রক্ত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে পথচলা শুরু হয়। তারপর ‘ধ্যাততেরিকি’, ‘ককপিট’ সিনেমায় অভিনয় করে পেয়েছেন দর্শকদের ব্যাপক প্রশংসা। নতুন করে এবার আরও একটি সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। এতে নতুন এক নায়িকার সঙ্গে জুটিও বেধেছেন রোশান। সিনেমাটির নাম হলো‘ওস্তাদ’। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন নবাগত উষ্ণ হক।

রোশানের নতুন নায়িকা উষ্ণ হক 1

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন চিত্রনায়ক রোশান। তারপর ২০১৬ সালে ‘রক্ত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে পথচলা শুরু হয়। তারপর ‘ধ্যাততেরিকি’, ‘ককপিট’ সিনেমায় অভিনয় করে পেয়েছেন দর্শকদের ব্যাপক প্রশংসা। নতুন করে এবার আরও একটি সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। এতে নতুন এক নায়িকার সঙ্গে জুটিও বেধেছেন রোশান। সিনেমাটির নাম হলো‘ওস্তাদ’। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন নবাগত উষ্ণ হক। সাইফ চন্দনের পরিচালনায় ‘ওস্তাদ’র শুটিং শুরু হয়েছে গত ২৭ নভেম্বর হতে। ফিল্ম ওয়ার্ল্ড এই সিনেমাটি প্রযোজনা করছে।

যদিও সিনেমার নায়িকা কে হবেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই রহস্য ঘুরপাক খাচ্ছিল। অবশেষে সেই নাম প্রকাশ করা হলো। এই সিনেমাটিতে মোট তিনজন নায়িকা থাকবেন। তারমধ্যে একজনের নাম প্রকাশ করলেও বাকি দুজনের নাম এখনও প্রকাশই করা হয়নি। এই সিনেমাটির নাম-ভূমিকায় অভিনয় করছেন রোশান।

এই বিষয়ে পরিচালক সাইফ চন্দন বলেন, ‘আমি এই সিনেমার মধ্যদিয়ে নতুন কিছু শিল্পীকে পরিচয় করিয়ে দিতে চাই। এদের একজন হলো উষ্ণ হক। সিনেমাতে তিনি রোশানের সঙ্গে জুটি করে অভিনয় করবেন। এছাড়া আরও দুজন নায়িকাকে দেখা যাবে এই ছবিতে। তবে এখনই আমি তাদের নাম প্রকাশ করছি না।’

সাইফ চন্দন আরও জানান, ‘দর্শকরা সিনেমা হলে কোনো তারকা শিল্পীকে দেখতে যান না। তারা সুন্দর গল্প এবং ভালো মেকিং দেখতে চান। সিনেমার গল্পের প্রয়োজনে এমন সব শিল্পীদের যুক্ত করছি, যারা এই চরিত্রগুলো ফুটিয়ে তুলতে পারবেন।’

এদিকে ‘ওস্তাদ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে থাকতে পেরে উচ্ছ্বসিত হয়েছেন উষ্ণ হক। উষ্ণ হক আরও বলেন, ‘আমি ভালো গল্পের সিনেমাতে অভিনয় করতে চাই। আমি তথাকথিত নায়িকা হিসেবে পর্দায় আসতে চাই না। সাইফ চন্দন স্যারের সিনেমাটির গল্প শোনার পরই কাজ করার আগ্রহ সৃষ্টি হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমরা যেনো সুন্দরভাবে সিনেমাটি শেষ করতে পারি।’

এই ‘ওস্তাদ’ সিনেমাটি পরিচালনার পাশাপাশি গল্প এবং চিত্রনাট্যও সাইফ চন্দনের। ইতিপূর্বে ‘আব্বাস’ চলচ্চিত্র দিয়ে আলোচনায় আসেন এই নির্মাতা।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...