The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

বিশ্বের সৃজনশীল শহরগুলোর তালিকা তৈরি

সবচেয়ে সৃজনশীল শহরগুলোর নাম প্রকাশ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি বিশ্ব নগর দিবস উপলক্ষে সবচেয়ে সৃজনশীল শহরগুলোর নাম প্রকাশ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। সংবাদ মাধ্যম এনডিটিভির এক খবরে জানা যায়, প্রকাশিত ওই তালিকা করা হয়েছে সঙ্গীত, চারুকলা ও লোকশিল্প, নকশা, সিনেমা, সাহিত্য, ডিজিটাল আর্টে প্রসিদ্ধ শহরের ওপর ভিত্তি করেই। তালিকায় স্থান পায় ৬৬টি শহর।

বিশ্বের সৃজনশীল শহরগুলোর তালিকা তৈরি 1

সম্প্রতি বিশ্ব নগর দিবস উপলক্ষে সবচেয়ে সৃজনশীল শহরগুলোর নাম প্রকাশ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। সংবাদ মাধ্যম এনডিটিভির এক খবরে জানা যায়, প্রকাশিত ওই তালিকা করা হয়েছে সঙ্গীত, চারুকলা ও লোকশিল্প, নকশা, সিনেমা, সাহিত্য, ডিজিটাল আর্টে প্রসিদ্ধ শহরের ওপর ভিত্তি করেই। তালিকায় স্থান পায় ৬৬টি শহর।

এ সম্পর্কে ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজৌলে বলেছেন, এটি রাজনৈতিক এবং সামাজিক উদ্ভাবনের পক্ষে ও তরুণ প্রজন্মের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেবল মাত্র সংস্কৃতিই নয়, অর্থনীতি-কর্মসংস্থান এবং জলবায়ু পরিবর্তন প্রতিরোধেও দিবসটির গুরুত্ব যথাযথ বলে জানিয়েছেন তিনি।

শহরগুলোর সৃজনশীলতা রক্ষা করার একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হয়ে থাকে। শহরের লোকসংখ্যা কিংবা সঙ্গীতে কি ধরনের ভূমিকা রয়েছে। আবার সাহিত্যে শহরের কেমন ভূমিকা কিংবা কারুশিল্প এবং লোকশিল্পের ক্ষেত্রেই বা রয়েছে শহর গুলোর কি ভূমিকা। এমন বিষয় গুলো মোটামুটি ভাবে বিবেচনায় আনা হয়। আর তার উপরে ভিত্তি করেই এ বছর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো একটি তালিকা তৈরি করেছে। যা এখানে তুলে ধরা হলো।

যেসব শহর খেতাব জিতেছে সেগুলো হলো:

সঙ্গীতের জন্য:

অ্যাম্বন (ইন্দোনেশিয়া), মেটজ (ফ্রান্স), হাভানা (কিউবা), পোর্ট অব স্পেনসহ (ত্রিনিদাদ এবং টোবাগো) অন্যান্য।

সাহিত্যের জন্য:

অ্যাঙ্গোলেমে (ফ্রান্স), বেইরুট (লেবানন), এক্সেটার (যুক্তরাজ্য), লাহোর (পাকিস্তান), কুহমো (ফিনল্যান্ড), লিউওয়ার্ডেন (নেদারল্যান্ডস), নানজিং (চীন), ওডেসা (ইউক্রেন), স্লেমানি (ইরাক), ওঞ্জু (কোরিয়া প্রজাতন্ত্র), রোকলা (পোল্যান্ড)।

কারুশিল্প এবং লোকশিল্পের জন্য:

আরেগুয়া (প্যারাগুয়ে), আইয়াচুচো (পেরু), বল্লারাট (অস্ট্রেলিয়া), বিয়েল্লা (ইতালি), বান্দর আব্বাস (ইরান), ক্যালদাস দা রায়না (পর্তুগাল), জিনজু (কোরিয়া প্রজাতন্ত্র), কার্গোপোল (রাশিয়ান ফেডারেশন), শারজাহ (সংযুক্ত আরব আমিরশাহি), সুখোথাই (থাইল্যান্ড), ত্রিনিদাদ (কিউবা) ও ভিলজান্দি (এস্তোনিয়া)।

চলচ্চিত্রের জন্য:

পটসডাম (জার্মানি), ভালাদোলিড (স্পেন), সারাজেভো (বসনিয়া ও হার্জেগোভিনা) এবং ওয়েলিংটন (নিউজিল্যান্ড)।

Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali