The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

পূর্ণিমার সঙ্গে জুটি করলেন তাহসান

এই নাটকটি নির্মাণ করেছেন সাগর জাহান।

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নাটক ও গান একদিকে অপরদিকে চিত্রজগত। এই দুই জগতের দুই জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী তাহসান খান ও পূর্ণিমা। এবার জনপ্রিয় এই দুজন জুটি করে অভিনয় করছেন, এটিই তাদের প্রথম জুটি।

পূর্ণিমার সঙ্গে জুটি করলেন তাহসান 1

নাটক ও গান একদিকে অপরদিকে চিত্রজগত। এই দুই জগতের দুই জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী তাহসান খান ও পূর্ণিমা। এবার জনপ্রিয় এই দুজন জুটি করে অভিনয় করছেন, এটিই তাদের প্রথম জুটি।

দেশের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খান এবার জুটি বাঁধলেন দেশের বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় নায়িকা পূর্ণিমার সঙ্গে। ভালোবাসা দিবসের এখনও অনেক দিন বাকি রয়েছে। তার পরও এই দিবস ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নাটক ও টেলিছবি নির্মাণের কাজ। এই দিবসকে ঘিরে নির্মিত একটি নাটকে জুটি হয়েছেন তাহসান খান ও পূর্ণিমা।

সংবাদ মাধ্যমের এক খবরে জানা যায় যে, ‘ভালো বাসাবাসি’ নামে এই নাটকটি নির্মাণ করেছেন সাগর জাহান। রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং চলছে; শীঘ্রই শেষ হবে এর কাজ।

এই বিষয়ে পরিচালক সাগর জাহান জানিয়েছেন, ‘যখন আমরা কাওকে বেশি ভালোবাসি, তখন তা মাঝে মধ্যে যন্ত্রণার পর্যায়ে গিয়ে ঠেকে। সেই যন্ত্রণাকে এড়ানোর জন্যই প্রিয় মানুষটির বাইরে গিয়ে অন্য মানুষের ভালোবাসা পেতে গেলে অনেক সময় আশাহতও হতে হয়। আর তখন প্রিয় মানুষটির ভালোবাসা আরও বেশি অনুভূত হয়। এই বিষয়টি আমরা নাটকটিতে তুলে ধরার চেষ্টা করেছি।’

সংবাদ মাধ্যমের এক খবরে জানা গেছে, এই নাটকে আদর চরিত্রে অভিনয় করছেন তাহসান এবং মিসিসিপি চরিত্রে অভিনয় করছেন নায়িকা পূর্ণিমা। এই অভিনয় সম্পর্কে চিত্রনায়িকা পূর্ণিমা বলেন, ‘নানা কারণে এই নাটকটি আমার কাছে সত্যিই স্পেশাল। সাগর ভাইয়ের রচনা ও পরিচালনায় এই প্রথম বার কাজ করছি। অন্যদিকে তাহসান খানের সঙ্গেও এটি আমার প্রথম অভিনয়। আশা করছি, সবকিছু মিলিয়ে বেশ ভালো কিছু হতে চলেছে।’

এই নাটক সম্পর্কে সংবাদ মাধ্যমকে তাহসান বলেছেন, ‘সাগর জাহানের পরিচালনায় ‘একটি মধ্যবিত্ত ফ্রিজের গল্প’ নাটকে আগেও অভিনয় করেছি। এটি বেশ দর্শকপ্রিয়তা পায়। আশা করছি, এই নাটকটিও দর্শকদের মনে জায়গা করে নেবে।’

এই নাটকের নির্মাতা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আগামী ভালোবাসা দিবসে নাটকটি অনলাইন টিভি ‘গ্লোবাল টিভি’তে প্রচারিত হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...