দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ জানুয়ারী ২০২০ খৃস্টাব্দ, ২২ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ, ৮ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে দৃশ্যটি আপনারাে দেখতে পাচ্ছেন সেটি নিউজিল্যান্ডের একটি মনোরম প্রাকৃতিক দৃশ্য। সত্যিই অপূর্ব এক প্রাকৃতিক দৃশ্য।
নিউজিল্যান্ড মূলত ওশেনিয়া মহাদেশের একটি দ্বীপ রাষ্ট্র। যেটি অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত। সমগ্র বিশ্বের কাছেই নিউজিল্যান্ড একটি শান্তিপ্রিয় দেশ কিংবা স্বর্গীয় রাষ্ট্র হিসেবে পরিচিত। নিউজিল্যান্ড মূলত অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপরাষ্ট্র। পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাণীকুল বৈচিত্র্যময় এবং প্রাচুর্যপূর্ণও বটে।
মাওরি ভিলেজ, কাঠের শিল্পকলার তৈরি নানা জিনিসপত্র দেখতে পাওয়া যায় এখানে। এখানে আপনি কাঠের তৈরি হরেক রকমের তৈজসপত্রের ভাণ্ডার দেখতে পাবেন, যা দেখতে অনেকটা আদিকালের ব্যবহৃত জিনিসের মতোই মনে হবে। সব মিলিয়ে যেকোনো ভ্রমণপিপাসু মানুষের কাছেই নিউজিল্যান্ড একটি স্বপ্নের দেশ। বিশ্বের সবচেয়ে সুন্দর দেশের তালিকায় নিউজিল্যান্ড রয়েছে ৯ নম্বর স্থানে।
ছবি ও তথ্য: http://banglai-bissho.com এর সৌজন্যে।