দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভুয়া খবর ও ক্ষতিকারক কনটেন্ট প্রচার বন্ধ করতে নতুন নিয়ম চালু করতে চলেছে ভারত সরকারের। নিয়ম অনুযায়ী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেমন- ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টুইটার এবং টিকটকে অ্যাকাউন্ট আইডেন্টিটি ভেরিফিকেশন যুক্ত হতে চলেছে।
ভুয়া খবর এবং ক্ষতিকারক কনটেন্ট প্রচার বন্ধ করতে নতুন নিয়ম চালু করতে চলেছে ভারত সরকার। নিয়ম অনুযায়ী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেমন- ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার এবং টিকটকে অ্যাকাউন্ট আইডেন্টিটি ভেরিফিকেশন যুক্ত হতে চলেছে।
পার্সোনাল ডাটা প্রোটেকশন বিলের একটি খসড়া প্রতিবেদনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ভেরিফিকেশন চালু করার আদেশও সংযুক্ত রয়েছে।
এই ভেরিফিকেশন বায়োমেট্রিক বা শারীরিক আইডেন্টিফিকেশন হতে হবে যা বাকিদের কাছে দেখা যাবে। তবে এই ভেরিফিকেশন সিস্টেমটি বর্তমানে চালু থাকা ভেরিফিকেশন সিস্টেম হতে সম্পূর্ণ পৃথক হবে।
সিকিউরিটি চেক ইউজার অ্যাকাউন্ট ভেরিফিকেশন সেইসব নির্দিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দ্বারাই তৈরি করা হতে হবে। তবে কবে নাগাদ এই নিয়ম চালু হবে সেই বিষয়ে কিছুই জানা যায়নি এখন পর্যন্ত।