দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২০ খৃস্টাব্দ, ২৪ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ, ১২ জমাদিউস সানি ১৪৪১ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
শুভ সকাল। শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২০ খৃস্টাব্দ, ২৪ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ, ১২ জমাদিউস সানি ১৪৪১ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে দৃশ্যটি আপনারা দেখছেন সেটি ঠাকুরপুর জামে মসজিদ। এটি চুয়াডাঙ্গা জেলার একটি ঐতিহাসিক মসজিদ।
ঠাকুরপুর জামে মসজিদ ঐতিহ্য ও নান্দ্যনিকতায় চুয়াডাঙ্গা জেলার একটি অন্যতম প্রাচীন ইসলামিক স্থাপত্য নিদর্শন হিসেবে পরিগণিত হয়ে থাকে। চুয়াডাঙ্গা জেলা শহর হতে মাত্র ২ কিলোমিটার দূরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের পার্শ্ববর্তী ঠাকুরপুর গ্রামে অবস্থিত ঠাকুরপুর জামে মসজিদটি বর্তমানে পীরগঞ্জ জামে মসজিদ হিসেবেই সুপরিচিত।
এই মসজিদের মূল অংশ নির্মাণের ব্যাপারে প্রকৃত তথ্য পাওয়া না গেলেও স্থানীয় প্রবীণদের ভাষ্য মতে, ১৬৯৮ সালে পশ্চিমবঙ্গ হতে সাধক পুরুষ হযরত আফু শাহ্ ইসলাম ধর্ম প্রচারের উদ্দ্যেশ্যে ঠাকুরপুরে এসে খানকা স্থাপন করেছিলেন। তিনি জীনদের সাহায্য নিয়ে এক রাতের মধ্যেই মসজিদটি নির্মাণ করেন। সে কারণে স্থানীয় অনেকেই এই মসজিদটি “জিনের মসজিদ” হিসেবেও অভিহিত করেন।
প্রায় ৩০ বিঘা জমির উপর স্থাপিত ঠাকুরপুর জামে মসজিদে প্রবেশ করলেই আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত একটি প্রবেশ তোরণ চোখে পড়বে। মসজিদের পিছনে রয়েছে একটি বড় পুকুর, আরও রয়েছে সারি সারি নারিকেল গাছ এবং কবরস্থান।
লোকমুখে প্রচলিত রয়েছে যে, প্রতি বৃহস্পতিবার এই মসজিদে জীনেরা নামায পড়ে এবং মানুষের রেখে যাওয়া তেল বা পানি দোয়া পড়ে ফুঁ দিয়ে যায়। স্থানীয়দের বিশ্বাস এই পানি বা তেল পরা তাদের বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করে থাকে। মূল কাঠামো ঠিক রেখে বিভিন্ন সময় মসজিদের সংস্কার করা হয়েছে। প্রায় ৩০০ বছরের ঐতিহ্য অনুযায়ী প্রতিবছর বাংলা মাসের ১২ ফাল্গুন এই মসজিদ প্রাঙ্গণে বার্ষিক ওরশের আয়োজন করা হয় বলে জানা যায়। দূর দূরান্ত হতে অসংখ্য দর্শনার্থী ঐতিহ্যবাহী এই মসজিদটি দেখার জন্য এখানে আসেন।
তথ্য ও ছবি: https://vromonguide.com এর সৌজন্যে।